চার ফিফটিতে টাইগারদের রানবন্যা

featured photo1 5
Vinkmag ad

টেস্ট সিরিজ শুরুর আগে লম্বা বিরতি পেয়েছে বাংলাদেশ দল। আজ ভোর থেকে শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন শেষে হেসেছে টাইগার ব্যাটসম্যানদের ব্যাট। চার ফিফটিতে এক দিনেই ৪১১ রান তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

30c74b2b21f9dc4d1ad560027994d90f 5be449dd58a93
ফাইল ছবি

লিংকনের বার্ট স্যাটক্লিফ ওভালে টসে জিতে আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ব্যাটিং প্রস্তুতিটা সেরে নিতে চেয়েছিলেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিক সেই সুযোগটা নেন ভালোভাবেই।

৩১ ওভারের ৫ম বল পর্যন্ত একসঙ্গে ব্যাটিং করেন তামিম ও সাদমান। দলের রানকে ১১৩ রান অব্দি নিয়ে যেয়ে ব্যক্তিগত ৪৫ রান করে ফেরেন তামিম ইকবাল। ৮৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৫ রান করেন তামিম। আউট হন ব্লেক কোবার্নের বলে পপলিকে ক্যাচ দিয়ে।

IMG 20181201 111443
সাদমান ইসলাম

ততক্ষণে অবশ্য ফিফটি পূর্ণ করে ফেলেছিলেন সাদমান ইসলাম অনিক। ৭৫ বলে ৭ চারে ৫০ পূর্ণ করা সাদমান তামিমের বিদায়ের পর টিকতে পারেননি বেশীক্ষণ। দলীয় ১২০ রানের মাথায় ডানহাতি পেসার বেন সের্সের বলে ম্যাকক্লুরকে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। ১১৩ বল খেলা সাদমান চার মারেন ৯ টি।

ওপেনারদের রান পাবার দিনে অবশ্য তিনে নেমে সুবিধা করে উঠতে পারেননি মুমিনুল হক। ৩০ বলে ২ চারে ২০ রান করে এদ নুতালের বলে কেলিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল।

z p16 Bangladesh 01
ফাইল ছবি

তবে ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া (৩ ওয়ানডেতে যথাক্রমে ১, ১ ও ১ রান) লিটন কুমার দাস দাস চারে নেমে এদিন রানের দেখা পেয়েছেন। পেসারদের সামলে তুলে নেন ফিফটি। ১১৩ মিনিট উইকেটে থেকে ৯১ বল খেলা লিটন ৬ চারে করেন ৬২ রান। এরপর স্বেচ্ছা অবসরে যান তিনি। স্বেচ্ছা অবসরে যান সৌম্য সরকারও। ৭৫ বলে ৬ চারে ৪১ রান করেন স্বেচ্ছা অবসরে যাবার আগে।

A13T2136

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নামেন ৬ নম্বরে। রিয়াদ এদিন খেলেছেন ওয়ানডে স্টাইলে। ৬০ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৯ রান করে স্বেচ্ছা অবসরে যান টাইগারদের অধিনায়ক। ৭ এ নামা মেহেদী হাসান মিরাজও ছিলেন মারমুখী ভঙ্গিতে। ৬৭ বলে ৬ চার ও ২ ছয়ে ৫১ রান করা মিরাজও যান স্বেচ্ছা অবসরে।

টাইগারদের ৪র্থ উইকেটের পতন ঘটে দলীয় ৩৮১ রানের মাথায় তাইজুল ইসলাম আউট হলে। ১৬ বলে ২ চারে ১৪ রান করেন তাইজুল। উপরের সারির ব্যাটসম্যানদের রান করতে দেখেই কিনা ব্যাট চালাতে থাকেন আবু জায়েদ চৌধুরি রাহি। আউট হবার আগে ২৬ বলে ৪ চারে ২৩ রান করেন তিনি। নাইম হাসান করেন ১২ রান।

mehedi 22
ফাইল ছবি

৯৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১১ রান করে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পার করে টাইগাররা।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

হেটমায়ারের সেঞ্চুরির পর কটরেলের ৫ উইকেট, জিতল উইন্ডিজ

Read Next

উইন্ডিজ ক্রিকেটারকে ইংল্যান্ড দলে দেখতে চান নাসির হুসাইন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share