হেটমায়ারের সেঞ্চুরির পর কটরেলের ৫ উইকেট, জিতল উইন্ডিজ

westindies
Vinkmag ad

ক্রিস গেইলের ফিফটিতে ভালো শুরুর পর শিমরন হেটমায়ারের দাপুটে সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পাওয়ার পর শেলডন কটরেলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই তিন জনের নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষে ২৬ রানের জয় নিয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। ২৮৯ রান তাড়ায় ৪৭ ওভার বলে ২৬৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২০১৪ সালের পর এই প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে হারল তারা।

286042

শুক্রবার বার্বাডোজে টস হেরে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেলের সঙ্গে ৬১ রানের জুটিতে ভালো শুরু এনে দেন গেইল। তবে ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন সিরিজের প্রথম ম্যাচে অভিষিক্ত ক্যাম্পবেল।

এরপর স্পিনার আদিল রশিদের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে আউট হওয়ার আগে ৬৩ বলে চার ছক্কা ও এক চারে ৫০ রান করেন গেইল। ব্যক্তিগত ৩২ রানে একবার স্ট্যাম্পিং থেকে বেঁচে যাওয়া শাই হোপ অবশ্য আর এক রান যোগ হতেই বেন স্টোকসের বলে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন।

জেসন হোল্ডারকে আরও একটি সরাসরি থ্রোতে রান আউট করে ফেরান জেসন রয়। এরপর ক্রিজে আসা শেলডন কোটরেল শুরু থেকে ধুঁকতে থাকেন। কিন্তু অপর প্রান্তে দলকে চাপ মুক্ত রাখেন হেটমায়ার। ধীরেসুস্থে ইনিংস মেরামতের পাশাপাশি মারার বল পেলেই সীমানা ছাড়া করেছেন এই তরুণ ব্যাটসম্যান।

286031

বেন স্টোকসের ফুল টসে বিশাল এক ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরির কাছে পৌঁছে যান হেটমায়ার। ৯৮ রানে ব্যাটিং করা অবস্থায় স্টোকসের বলে ম্যাচে নিজের সপ্তম বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পেয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

ইংলিশ বোলারদের মধ্যে উড ২ উইকেট আর প্ল্যাংকেট, স্টোকস আর রশিদ ১টি করে উইকেট নেন।

মাত্র ১০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। দলীয় ৬০ রানে ফিরে যান ৪০ বলে ৩৬ রান করে শুরুর ধাক্কা সামাল দেওয়া জো রুটও। তবে এরপর ইংলিশদের খেলায় ফেরান অধিনায়ক মরগান ও স্টোকস। দুজনে মিলে গড়েন ৯৯ রানের জুটি। কটরেলের শিকার হওয়ার আগে ৮৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন মরগান।

286040

মরগানের বিদায়ের পর জস বাটলারকে নিয়ে ফের ইনিংস মেরামত শুরু করেন স্টোকস। দুজনে মিলে যোগ করেন ৬৯ রান। দলীয় ২২৮ রানে আউট হওয়ার আগে স্টোকসের ব্যাট থেকে আসে ৮৫ বলে ৭৯ রান। এই ইনিংসটি তিনি ২ চার ও ২ ছক্কায় সাজান। দুই শীর্ষ রান সংগ্রাহকের বিদায়ের পর ৩৩ বলে ৩৪ রান করা বাটলার ছিলেন শেষ ভরসা। কিন্তু দলীয় ২৩৩ রানে তার বিদায়ের পর দ্রুতই গুটিতে যায় ইংলিশদের ইনিংস।

বল হাতে ৯ ওভারে ৪৬ রান খরচে ৫ উইকেট তুলে নেন কটরেল। ৩ উইকেট ঝুলিতে পুরেছেন হোল্ডার আর ১টি করে উইকেট পেয়েছেন ওশানে টমাস ও কার্লোস ব্র্যাথওয়েট।

286033 1

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৮৯/৬ (৫০ ওভার) গেইল ৫০, ক্যাম্পবেল ২৩, হোপ ৩৩, ব্রাভো ২৫, হেটমায়ার ১০৪*; উড ১/৩৮, প্লানকেট ১/৩৯, স্টোকস ১/৬২, রশিদ ১/২৮

ইংল্যান্ড: ২৬৩/১০ (৪৭.৪ ওভার) রুট ৩৬, মর্গ্যান ৭০, স্টোকস ৭৯, বাটলার ৩৪, মইন ১২, রশিদ ১৫; কটরেল ৫/৪৬, হোল্ডার ৩/৫৩, টমাস ১/৩২, ব্র্যাথওয়েট ১/৩৭

ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ২৬ রানে জয়ী

ম্যাচ সেরাঃ শিমরন হেটমায়ার

97 Desk

Read Previous

সাদমান-লিটনের ফিফটি, ২০০ ছাড়িয়েছে বাংলাদেশ

Read Next

চার ফিফটিতে টাইগারদের রানবন্যা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
1
Share