

তিন ম্যাচের এই টেস্ট সিরিজ শুরুর আগে শনিবার ভোরে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। গা গরমের ম্যাচে রিয়াদ’দের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতেই আসে ১১৩ রান। তামিম ৪৫ রানে ফিরলেও ফিফটি করেছেন সাদমান ইসলাম অনিক। ফিফটির দেখা পেয়েছেন দুর্দান্ত খেলতে থাকা লিটন দাসও। লিটন-সৌম্যর ব্যাটে বাংলাদেশ টপকিয়েছে ২০০।
মূল সিরিজ শুরুর আগে রয়েছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। আজ শনিবার লিংকনে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করার। চোটের জন্য টেস্ট সিরিজের দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বেই মাঠে নামবে টাইগাররা।
১৫১ রানে ৩ উইকেট হারানোর পর সৌম্যকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিক নিয়ে যাচ্ছে লিটন দাস। সৌম্য-লিটনের ব্যাটে বাংলাদেশ ২০০ পার করেছে ৫৫.৩ ওভারে। ফিফিটির দেখা পেয়েছেন লিটন দাসও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন অপরাজিত আছেন ৫১ রানে। অপরদিকে সৌম্য ব্যাট করছেন ৩৫ রানে। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২৮* রান।
বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিক ব্যাট হাতে দারুণ শুরু করে। ২৯ ওভারেই তামিম-সাদমানের ব্যাটে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ১০০ রান। ওয়ানডে সিরিজে টানা ব্যর্থতার পর টেস্টের প্রস্তুতি ম্যাচে নেমেই স্ট্রোকের ফুলঝুরি ছড়ান তামিম। ব্লেক কোবার্নের বলে পপলির কাছে ক্যাচ তুলে ফেরার আগে তামিম করেন ৪৫ রান। সাদমানের সঙ্গে জুটি ভাঙ্গে ১১৩ রানের।
ফিফটির মুখে থাকা তামিম আউট হয়ে ফিরে গেলেও ফিফটি পুর্ণ করেন সাদমান ইসলাম অনিক। আউট হওয়ার আগে সাদমান ৬৭ রানের ইনিংস খেলেন। ৯ বাউন্ডারিতে তিনি এই ইনিংস সাজান। তারপর উইকেটে আসা লিটন দাসকে সঙ্গ দেওয়ার আগেই মুমিনুল ফিরে যান প্যাভিলিয়নে। এডওয়ার্ড নাটালের বলে আউট হওয়ার আগে ৩০ বলে করেন ২০ রান। তখন দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৫১*।
আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ ও ১৬ মার্চ।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের বাংলাদেশ দলঃ তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম অনিক, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন ও সৌম্য সরকার।
প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড একাদশ: ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু, ব্লেক কোবার্ন, আন্ড্রু ফ্লেচার, নিক কেলি, বেন লকরোজ, কেন ম্যাকক্লার, অ্যাডাম মিলনে, এডওয়ার্ড নাটাল, ডেল ফিলিপস ও বেন সেয়ার্স।