

ক্রিকেটে ফিক্সিং একটি পুরোনো ব্যপার, আইসিসির কঠিন কঠিন শাস্তিও থামাতে পারছেনা এমন অনৈতিক কাজ। এবার ১০ বছরের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন আরব-আমিরাত ভিত্তিক ঘরোয়া লীগের কোচ ইরফান আনসারি, পাকিস্তান অধিনায়ক সরফরাজকে দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতেই এই শাস্তি পাচ্ছেন তিনি। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগটির জোর প্রমাণ পাওয়া যায় বলে বিবৃতি দেয় আকসু।
২০১৭ সালে আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপিক্ষে সিরিজ চলাকালীন সময়ে ইরফান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে একটি অনৈতিক প্রস্তাব দেন। মূলত প্রস্তাবটি ছিলো দলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইরফানকে জানানো। কিন্তু পেশাদারিত্ব আর নৈতিকতার দারুণ উদাহরণ গড়ে সরফরাজ বিষয়টি সাথে সাথেই আইসিসির দূর্নীতি দমন কমিশন(আকসু) কে জানিয়ে দেন।
সরফরাজের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আইসিসি, দীর্ঘ দিনের তদন্ত শেষে আইসিসি রায় ঘোষণা করেছেন আমিরাতের ঘরোয়ালীগের এই কোচের বিরুদ্ধে। আমিরাতের ঘরোয়ালীগের দুটি দল পরিচালনার অভিজ্ঞতাসমপন্ন এই কোচকে সবধরণের ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। ২০১৭ সালের ওই সিরিজ চলাকালীন সময়ে পাকিস্তান দলের সাথেও সম্পৃক্ত ছিলেন ইরফান আনসারি। তার বিরুদ্ধে তিনটি অভিযোগে তদন্ত চালায় আইসিসি। পরপর দুই বার আইসিসিকে সাক্ষ্য না দেওয়ার অভিযোগও ছিলো ইরফানের বিরুদ্ধে।
অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দিয়ে উল্টো আইসিসিকে জানানোয় আইসিসির বাহবা পাচ্ছেন সরফরাজ। শুধু ব্যাপারটি জানানোই নয় তদন্ত কাজেও সহযোগীতা করে ধন্যবাদ কুড়াচ্ছেন সরফরাজ। আইসিসির জেনারেল ম্যানেজার অ্যাক্সেল মার্শাল বলেন,
“অভিযোগটি জানিয়ে দুর্দান্ত নেতৃত্ব ও পেশাদারিত্ব দেখিয়েছে সেজন্য তার ধন্যবাদ প্রাপ্য। সে প্রস্তাবটি প্রত্যাখান করে আমাদের জানানোর সাথে তদন্ত কাজেও বেশ সহযোগীতা করেছে।”