

কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড? কারাই বা থাকছেন দলে, নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ছেন কারা? বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হওয়ার আগে নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলে ফেললো বাংলাদেশ। দলে থাকা অনেকের জন্য ছিলো এটাই সুযোগ, এখানে পা মচকে (খারাপ খেললে) পড়লেই শেষ হয়ে যাবে স্বপ্ন! কে কেমন করলো নিজেদের চূড়ান্ত পরীক্ষায়, তারই একটি পরিসংখ্যান ও সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করলো ক্রিকেট৯৭।
দলে ‘অটোমেটিক চয়েজ’ পঞ্চপান্ডবের পাঁচ ক্রিকেটার; মাশরাফি, সাকিব, তামিম, রিয়াদ ও মুশফিক। একই সাথে পেসার মুস্তাফিজুর রহমানের সাথে বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ডের আবহাওয়া বিবেচনাতে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে ভাগ্যের শিকে ছিঁড়তে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের। বাকী ৮ টি জায়গার জন্য যে খুব বেশি লড়াই হবে তা কিন্তু না।
সৌম্য সরকার, ইমরুল কায়েস আর লিটন কুমার দাসের মধ্য থেকে সুযোগ পাবেন যেকোন দুজন। সৌম্য-লিটন নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়েছেন এবারের নিউজিল্যান্ড সিরিজে, যেখানে সৌম্য কিছুটা ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও লিটন পূরণ করেছেন ব্যর্থতার ষোলকলা, তিন ম্যাচে সর্বসাকুল্যে করেছেন তিন রান। সম্প্রতি পারফরম্যান্স বিবেচনায় সাব্বির রহমান আর মোহাম্মদ মিঠুনের দলে থাকাটাও অনেকটা নিশ্চিত বলাই যায়।
এদিকে সাকিবের সাথে স্পিন বিভাগে দায়িত্ব নেওয়ার পাশাপাশি লেজের দিকে ব্যাটিং শক্ত করার ভাবনায় মেহেদী হাসান মিরাজের টিকে যাওয়াটাও নিশ্চিতই ধরা যায়। বাকী থাকে আর তিনজন, মাশরাফি-মুস্তাফিজের সাথে আরও তিন পেসার যাবে নাকি দুই পেসারের সাথে এক বাড়তি ব্যাটসম্যান অথবা স্পিনার সেই ভাবনায় আসা যাক এবার।
পেস বোলিংয়ের ভাবনাতে তাসকিন আহমেদ আর রুবেল হোসেনের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সাকিব-মিরাজের সাথে হাত ঘুরানোর জন্য দেখা যেতে পারে নাজমুল ইসলাম অপু কিংবা অভিষেকের অপেক্ষায় থাকা আরেক আফ স্পিনার নাইম হাসানকে। তবে অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে থাকবে অপুই। চার পেসার স্কোয়াডে রেখে বাড়তি ব্যাটসম্যান নিতে গেলে ইমরুল, সৌম্য আর লিটন তিন জনেরই দলে থাকার সম্ভাবনাই থাকবে।
কিন্তু ইংল্যান্ডের বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে দলে পাঁচ পেসার রাখার ভাবনা আসলে মাশরাফি, মুস্তাফিজ, রুবেল, তাসকিনের সাথে ইংল্যান্ডের বিমানে চড়তে পারেন আবু হায়দার রনি কিংবা বিপিএলে দারুণ করা শফিউল ইসলাম।
নিচে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডটি দাঁড় করানোর চেষ্টা করা হলঃ তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মোহাম্মদ মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
বিকল্প ভাবনায় আছেন; নাইম হাসান, নাজমুল ইসলাম অপু, ইমরুল কায়েস, আবু হায়দার রনি ও শফিউল ইসলাম।
প্রসঙ্গত, প্রথম ১৪ জনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা অনেকটা নিশ্চিত হলেও ১৫ নম্বর জায়গাটি নির্ভর করছে নির্বাচকদের ভাবনার উপর। যেখানে ৫ জনের মধ্যে ভাগ্য সহায় হবে কার এখন দেখার অপেক্ষায় সেটারই। তবে ধারণা করা যাচ্ছে ভাগ্যের শিকে ছিঁড়তে পারে বাড়তি পেসারের।