

উইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্রামে রাখা হয়েছে দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার জস বাটলার ও বেন স্টোকসকে। ওয়ানডে সিরিজের পরই এদের দুজনকে বিশ্রামে পাঠানোর কারণ হিসেবে ইসিবি বলছে লম্বা ব্যস্ত সূচির ক্রিকেটে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত।

মার্চে আইপিএল দিয়ে ব্যস্ততার শুরু, এরপরই বিশ্বকাপের মত মহাগুরুত্বপূর্ণ আসর। টানা খেলার ধকল সামলিয়ে বিশ্বকাপে নিজেদের সেরাটা দেওয়া কষ্টেরই হবে। তাই ইসিবি নিয়েছে সময় উপযোগী সিদ্ধান্ত। আইপিএলের আগে চনমনে রাখতে দলের দুই ক্রিকেটারকে বিশ্রাম জন্য দেওয়া হয়েছে ছুটি!
এতক্ষণে আপনার মনে খটকা লাগতেই পারে, জাতীয় দলের চাইতে তবে কি আইপিএলই গুরুত্বপূর্ণ? প্রশ্ন করতে পারেন, বিশ্রাম দিতে হলে আইপিএল খেলা থেকে বিশ্রাম নয় কেন? জবাবটা দিচ্ছেন ইংলিশ নির্বাচক অ্যাডাম স্মিথ নিজেই, তিনি সরাসরি জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগ-কে গুরুত্ব দিতে গিয়েই তাদের বিশ্রাম দেওয়া নয়। দলের জন্য বিশেষ করে বিশ্বকাপ এবং এর এরপরই অ্যাশেজের মত সম্মান রক্ষার সিরিজ। তাই এই সময়টাকেই বিশ্রাম দেওয়াটা জরুরী মনে করেছেন স্মিথ।

এদিকে টি-টোয়েন্টির দলে রাখলেও আইপিএল চলাকালীন ইংল্যান্ডের কোন খেলা না থাকায় তারা দুজন এমনিতেই আইপিএল খেলবে, এরপর বিশ্বকাপ ঘুরে অ্যাশেজ। এছাড়া আইপিএলে তাদের চুক্তি দুই বছর আগের, সেক্ষেত্রে আইনী জটিলতার বিষয়টিও উল্লেখ করে স্মিথ জানান, ‘আমি কখনোই আন্তর্জাতিক ক্রিকেট তথা দেশের খেলার ওপরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে রাখি না। তবে বাটলার এবং স্টোকসের আইপিএল চুক্তিটা আগে থেকেই ঠিক করা। বেশ কিছু নীতিমালা রয়েছে এখানে। এছাড়াও যেহেতু আমাদের সামনে অনেক ব্যস্ত সূচি তাই তাদের বিশ্রামের সিদ্ধান্ত মেনে নিয়েছি আমরা।’
উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ ইয়ন মরগান, মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, ডেভিড উইলি এবং মার্ক উড।