

ডাবলিনের ক্লনটার্ফে সকালটা বাংলাদেশের পক্ষেই ছিলো। টস ভাগ্যে দুর্ভাগা বাংলাদেশ অধিনায়ক এদিন টসও জেতেন। পছন্দ মত ফিল্ডিংই বেছে নেন মাশরাফি বিন মর্তুজা।
দিনের শুরুর ওভারে মাশরাফির বলে নাসির বিপক্ষ কাপ্তান লাথামের ক্যাচ না ছাড়লে অন্যরকম হতে পারতো নিউজিল্যান্ডের ইনিংস। যেই লাথামের সহজ ক্যাচ ছাড়েন নাসির, সেই লাথামই পরে নিজের নামের পাশে যোগ করেন ৮৪ রান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের টার্গেট দাঁড় করায় কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরেন আগের ম্যাচে অর্ধ-শতক হাঁকানো সৌম্য সরকার। সৌম্য আউট হলেও তামিম খেলে যান তামিমের মতই। সৌম্যর বিদায়ে ওয়ানডাউনে খেলতে আসা সাব্বিরও খেলছেন তার পুরনো রুপেই। তামিম করেছেন ৭৩ বলে ৬২ রান। সাব্বির অপরাজিত আছেন ৭৪ বলে ৫৭ রানে।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৩২ রান।
Tags: ত্রিদেশীয় সিরিজ