টেস্ট দলে সৌম্য, দেশে ফিরছেন শফিউল-সাইফউদ্দীন’রা

Vinkmag ad

চোটের কারণে ওয়ানডে সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। অন্তত প্রথম দুই টেস্টেও নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। প্রথম টেস্ট খেলা নিয়ে শঙ্কায় আছেন মোহাম্মদ মিঠুনও। এই পরিস্থিতিতে টেস্ট সিরিজের দলে ডাক পড়েছে সৌম্য সরকারের। শুরুতে তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেই রাখেননি নির্বাচকরা। ওয়ানডে সিরিজ শেষে মাশরাফি, শফিউল, সাইফউদ্দিনরা ফিরলেও তাই নিইউজিল্যান্ডেই রয়ে গেছেন সৌম্য সরকার। 

Soumya Sarkar 1

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে থাকা খালেদ মাসুদ পাইলট  এই খবর নিশ্চিত করেছেন।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে তামিম ইকবাল না থাকায় খেলেছিলেন সৌম্য। তিন ইনিংস ব্যাট করে ০, ১১ ও ১৯ রান করায় নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে শুরুতে রাখা হয়নি তাকে। এবার সাকিবের চোটে বিকল্প হিসেবে স্কোয়াডে এলেন সৌম্য।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দলের বাকি ব্যাটসম্যানদের পেস স্যুয়িংয়ে ভুগান্তির মাঝে বেশ সাবলীল ছিলেন সৌম্য। তবে দারুণ শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে টেস্টেও ভালো খেলেছিলেন তিনি।

৮ চার আর ৭ ছক্কায় অপরাজিত ১০৩ রান করেছেন সৌম্য সরকার।

টেস্ট দলে ডাক পড়ায় সৌম্যকে ছাড়া ওয়ানডে স্কোয়াডের বাকিরা সিরিজ দেশে ফিরবেন দুদিনের মধ্যে।  বৃহস্পতিবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২টায় দেশের ফ্লাইট ধরবেন মাশরাফি মর্তুজা, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। পরদিন একই সময় দেশের বিমানে উঠবেন সাব্বির রহমান ও রুবেল হোসেন।

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। তার আগে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

images 5

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম অনিক, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন ও সৌম্য সরকার।

97 Desk

Read Previous

৩ পয়েন্ট খোয়াল বাংলাদেশ, র‌্যাঙ্কিংয়ে তিনে উঠলো নিউজিল্যান্ড

Read Next

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী টেস্ট দল ঘোষণা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share