৩ পয়েন্ট খোয়াল বাংলাদেশ, র‌্যাঙ্কিংয়ে তিনে উঠলো নিউজিল্যান্ড

Vinkmag ad

ডানেডিনে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৮ রানে হেরে তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। মাঠের ব্যর্থতায় র‌্যাঙ্কিংয়েও পয়েন্ট খুইয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। অপরদিকে টাইগাদের হারিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি কিউইদের। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট হারালেও বাংলাদেশের অবস্থানের হেরফের হয়নি। ৯০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো সপ্তম স্থানেই।

52893165 2536538679710171 5301809103079735296 n e1550725535636

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেটি ৮৮ রানে জিতে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে স্বাগতিকরা। জবাবে ৪৭.২ ওভারে ২৪২ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচেই ৮ উইকেটে হেরেছিল সফরকারীরা।

টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট হারালেও বাংলাদেশের অবস্থানের হেরফের হয়নি। ৯০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো সপ্তম স্থানেই।

285918ক’দিন আগেই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত। ওই সফরে বিরাট কোহলির দলের কাছে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল কিউইরা। সেই হারের ফলে র‌্যাঙ্কিংয়েও পতন ঘটেছিল তাদের। ১১১ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বর থেকে নেমে গিয়েছিল ৪ নম্বরে। আর দক্ষিণ আফ্রিকা উঠে গিয়েছিল ৩ নম্বরে।

তার ঠিক এক সিরিজ পরই নিজেদের হারানো তৃতীয় স্থানে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করায় তাদের রেটিং পয়েন্ট এখন ১১২। ফলে দক্ষিণ আফ্রিকাকে (১১১) হটিয়ে তিন নম্বরে উঠে গেছে তারা।

IMG 20190220 062903

বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে নিউজিল্যান্ডের পয়েন্ট বেড়ে হয়েছে ১১২। দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।  আর ১২২ পয়েন্ট নিয়ে তারপরেই আছে ভারত।

২০ ফেব্রুয়ারি সর্বশেষ হালনাগাদের পর ওয়ানডে রাঙ্কিং:

র‍্যাঙ্ক দল পয়েন্ট
ইংল্যান্ড ১২৬
ভারত ১২২
নিউজিল্যান্ড ১১২
দক্ষিণ আফ্রিকা ১১১
পাকিস্তান ১০২
 অস্ট্রেলিয়া ১০০
বাংলাদেশ ৯০
শ্রীলঙ্কা ৭৮
ওয়েস্ট ইন্ডিজ ৭২
১০ আফগানিস্তান ৬৭
১১ জিম্বাবুয়ে ৫২
১২ আয়ারল্যান্ড ৩৯
১৩ স্কটল্যান্ড ৩৩
১৪ সংযুক্ত আরব আমিরাত ১৫
১৫ নেপাল ১৫
১৬ নেদারল্যান্ডস

97 Desk

Read Previous

গেইলকে ছাপিয়ে ব্রিজটাউনে রয়-রুটের ‘বস’গিরি

Read Next

টেস্ট দলে সৌম্য, দেশে ফিরছেন শফিউল-সাইফউদ্দীন’রা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share