গেইলকে ছাপিয়ে ব্রিজটাউনে রয়-রুটের ‘বস’গিরি

england
Vinkmag ad

জাতীয় দলে ফেরাটা দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে তোলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইল। তার সেঞ্চুরিতে ৩৬০ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। কিন্তু সেই রানও মামুলি বানিয়ে ফেলল ইংল্যান্ড। পাত্তাই দিল না স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। ঘরের মাঠে বিশ্বকাপে ইংল্যান্ড কেন অন্যতম ফেবারিট তা প্রমাণ করল আবারও। বড় লক্ষ্য তাড়া করে জয় তুলে নিল ৬ উইকেটের বড় ব্যবধানে।

Dz4oSQmXgAIL5RS

বুধবার ব্রিজটাউনে সিরিজের প্রথম ওয়ানডেতে গেইলের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের সামনে ৩৬০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। এদিন ছক্কার অনন্য এক প্রদর্শনীও দেখিয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। পুরো ইনিংসে মোট ২৩টি ছক্কা মেরেছে তারা। যা আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে দলীয় এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন বিশ্বরেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২২টি ছক্কা মেরেছিল কিউইরা।

তবে গেইলের ঝড়ো সেঞ্চুরি, ছক্কার বিশ্ব রেকর্ড—সবই বৃথা গেলে জেসন রয় ও জোর রুটের পাল্টা আক্রমণে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার রয় ও রুটও তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। আর এই দুইজনের ঝড়ে ক্যারিবীয়দের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

285937

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সাড়ে তিনশ’ ছাড়ানো ইনিংস গড়ে উইন্ডিজ। ক্রিস গেইল খেলেন ১২৯ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে ছক্কা দেখা যায় ১২টি। আর চারের মার মোটে তিনটি। সব ফরম্যাট মিলিয়ে গেইল সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেছেন এ ম্যাচে। তিনি আফ্রিদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক ম্যাচে ৪৭৭ ছক্কা মারার রেকর্ড গড়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো দারুণ শুরু করেন। বিনা উইকেটে তুলে ফেলেন ৯১ রান। পরে জনি বেয়ারস্টা ৩৪ রান করে ফেরেন। এরপর রয় এবং রুট মিলে দলকে জয়ের সুবাস দিতে থাকেন। দু’জনই করেন সেঞ্চুরি। রয়-রুট এবং রুট-মরগান মিলে একশ’ ছাড়ানো দুটি জুটি গড়েন।

285944

রয় করেন ৮৫ বলে ১২৩ রান। তিনি গেইলের পাল্টা দেন। ছক্কা মারেন  মাত্র তিনটি। তবে চার মারেন ১৫টি। জয় রুট করেন ৯৭ বলে ১০২ রান। তিনি কোন ছক্কা মারেননি। তবে নয়টি চারের মার মারেন। এছাড়া ইংল্যান্ড অধিনায়ক আয়ন মরগান খেলেন ৫১ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস। তার ব্যাট থেকে তিনটি ছক্কা এবং চারটি চার দেখা যায়। পরে বেন স্টোকস ২০ রান এবং বাটলার ৪ রান করে দলকে জিতিয়ে ফেরেন।

আগামী শুক্রবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে।

285948

সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ ৩৬০/৮, ৫০ ওভার  (গেইল ১৩৫, হোপ ৬৪, ব্রাভো ৪০, নার্স ২৫*; স্টোকস ৩/৩৭, রশিদ ৩/৭৪)
ইংল্যান্ড ৩৬৪/৪, ৪৮.৪ ওভার (রয় ১২৩, রুট ১০২, মরগান ৬৫, হোল্ডার ২/৬৩)
ফলাফলঃ ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী

97 Desk

Read Previous

‘আমি আমার সেঞ্চুরি আমার বাবা-মাকে উৎসর্গ করলাম’

Read Next

৩ পয়েন্ট খোয়াল বাংলাদেশ, র‌্যাঙ্কিংয়ে তিনে উঠলো নিউজিল্যান্ড

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share