

নিউজিল্যান্ড সিরিজে এখনো পর্যন্ত প্রাপ্তি বলতে আজ ডানেডিনে করা সাব্বির রহমানের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটাই। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই দলে অন্তর্ভুক্ত হওয়া সাব্বির দিলেন আস্থার প্রতিদান, আর যার ভরসায় তার অন্তর্ভুক্তি সেই মাশরাফিকে কৃতিত্ব দিতে ভুললেন না সাব্বির। ম্যাচ পরবর্তীতে জানিয়েছেন প্রথম সেঞ্চুরির আনন্দের কথা, আশ্বাস দিয়েছেন অতীত থেকে নেওয়া শিক্ষায় শুধরে নিচ্ছেন নিজেকে।
যে সাব্বির রহমান রুম্মনকে দলে জায়গা দিয়ে সমালোচনার চাপ সামলাতে না পেরে একে অন্যের উপর দোষ চাপিয়েছে, সেই সাব্বির আজ নিশ্চিতভাবে তাদের আফসোস বাড়িয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে নড়বড়ে দেখা গেলেও দ্বিতীয় ম্যাচেই রানে ফেরার ইঙ্গিত দিয়ে দলের বাজে সময়ে মোহাম্মদ মিঠুনের অর্ধশতকের পাশাপাশি সাব্বির রহমান করেছিলেন ৪৩ রান।
আর আজ তো ৩৩১ রানের পাহাড় টপকাতে গিয়ে বাংলাদেশ ৬১ রানেই যখন ৫ উইকেটে হারিয়ে বড় লজ্জার পথে, ঠিক এমন পরিস্থিতিতে সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে ১০১ রানে জুটি গড়ে হারের ব্যবধান কমানোর কাজটা ভালোই করেছেন সাব্বির। তার সেঞ্চুরিতে ভর করেই ২৪২ রান করে বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১১০ বল থেকে করেন ১০২ রান।
কিন্তু দিনশেষে নিজের প্রথম সেঞ্চুরির জন্য কৃতিত্বটা সবার আগে মাশরাফিকেই দিলেন তিনি। কারণ তাকে দলে ভেড়ানোর পর সবাই যখন দায় এড়াচ্ছে, মাশরফি তখন বলেছেন কেউ দায় না নিলে তিনিই নিচ্ছেন। এছাড়া প্রধান নির্বাচকও দল ঘোষণা করে মাশরাফির পরামর্শেই সাব্বিরকে নেওয়ার কথা বলেন। আর সে কৃতজ্ঞতাবোধ আজ সাব্বির দেখিয়েছেন সেঞ্চুরি পর।

মাশরফির পাশাপাশি তার সকল সমর্থককেও ধন্যবাদ দিয়ে সাব্বির বলেন, ‘মাশরাফি ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়া আমাকে যারা অল্পস্বল্প সমর্থনও যুগিয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ। নিজের প্রথম সেঞ্চুরিতে আমি অবশ্যই আনন্দিত। সতীর্থ আর টিম ম্যানেজম্যান্টের আমার উপর রাখা বিশ্বাসের প্রতিদান দিতে পেরে আমি খুশি।’
নিজের প্রথম সেঞ্চুরি নিজের বাবা-মা যারা তার দুঃসময়ে সমর্থন দিয়ে পাশে ছিলো তাদেরকেই উৎসর্গ করলেন বলে জানানোর পাশাপাশি অতীতের ভুল শুধরে ভালোভাবে ফিরে আসার ব্যাপারেও দিলেন আশ্বাস, ‘আমি আমার সেঞ্চুরি আমার বাবা-মাকে উৎসর্গ করলাম। আমার বাজে সময়ে গত কয়েকমাস তারাই আমার পাশে থেকে সমর্থন যুগিয়েছেন।’