তিন অর্ধশতক নয়, ম্যাচ ঘুরে গেছে নিশামের ব্যাটিংয়ের পর

1550645616893
Vinkmag ad

প্রাপ্তির খাতাতে জমা হলো আরও একটা ব্যর্থতা, দীর্ঘায়ত হলো নিউজিল্যান্ডের মাটিতে কিউই বধরে স্বপ্ন। তিন ম্যাচ ওয়ানডের আগের দুইটা হেরে সিরিজ পরাজয় নিশ্চিত হয়েছিলো আগেই, এবার হতে হলো ধবল ধোলাই। ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটা ৮৮ রানে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বললেন শুরুর ইনিসের ৩৫ ওভারের পর জিমি নিশামই ভাগ্য গড়ে দিয়েছে আজকের ম্যাচের।

IMG 20190220 125222

আগের দুই ম্যাচে শুরুতে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতার কারণেই বোধ হয় আজ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। পরবর্তীতে নিজেদের ইনিংসের নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের পাহাড় সম পুঁজি দাঁড় করে স্বাগতিকরা। যেখানে গত দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশ দলের ঘুম কেঁড়ে নেওয়া গাপটিলের রানের চাকাটা আজ বেশি ঘুরতে দেননি তামিম ইকবাল, সাইফউদ্দিনের বলে চোখ ধাঁধানো এক ক্যাচে ফিরিয়েছেন ২৯ রানে।

তবে গাপটিল দ্রুত আউট হলেও ছেড়ে কথা বলেননি বাকিরা। কিউইদের ইনিংসে আজ কোন ব্যক্তিগত শতক না থাকলেও হাফ সেঞ্চুরির কোটা পূরণ করেছেন তিন ব্যাটসম্যান। হেনরি নিকোলাসের (৬৪), রস টেইলর (৬৯) ও দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম (৫৯)। তবে এই তিন ইনিংস নয়, নিজেদের হারের জন্য জেমি নিশামের ৩৭ রানের ইনিংসটাকে কাঠগড়াতে তুলছেন টাইগার দলপতি।

280795 1
ফাইল ছবি

নিশাম ব্যাটিংয়ে নামার সময় ৩৯ ওভারে নিউজিল্যান্ড দলের সংগ্রহ ছিলো ২০৬ রান। পরবর্তী ১১ ওভারে কিউইরা তুলেছে ১২৪ রান। এখানেই ম্যাচের পার্থক্য তৈরি হয়ে গেছে বলে মনে করছেন মাশরাফি। ম্যাচ পরবর্তীতে তিনি জানান, ‘গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট ধরে রাখতে পারিনি। তবে শুরুর ৩৫ ওভার পর্যন্ত সঠিক পথেই ছিলাম। কিন্তু এরপর নিশামের (জিমি) ইনিংসটা মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে’

একই সাথে অভিষেক শতক হাঁকানো সতীর্থ সাব্বির রহমানেরও প্রশংসা করেন তিনি, ‘এমন বাজে একটা সিরিজের পর ছেলেরা বেশ হতাশ। তবে আজকের ম্যাচে সাব্বির ছিলো দুর্দান্ত, কেবলমাত্র এইটাই আমাদের জন্য ইতিবাচক ছিলো।’।

৯৭ প্রতিবেদক

Read Previous

সাব্বিরের সেঞ্চুরি ছাপিয়ে ৩-০ তে সিরিজ হার বাংলাদেশের

Read Next

লঙ্কান ক্রিকেটারদের উপস্থিতিতে উন্মুক্ত করা হলো ক্রিকেট জাদুঘর

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share