শুরুতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রুবেল হোসেন

1550612333874
Vinkmag ad

আগেই নিশ্চিত হয়েছে সিরিজ হার। অপেক্ষায় এখন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি। সেই ম্যাচটা জিতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ধোবল ধোলাই এড়ানোর সাথে শান্তনার জয়ের খোঁজে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চোটের কারণে ছিটকে যাওয়া দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন।

IMG 20190220 033818

নিউজিল্যান্ড সফর কখনোই সুখকর হয় বাংলাদেশের জন্য। কিউই ডেরাতে পা রেখে এখনো জয়ের মুখ দেখা হয়নি বাংলাদেশ দলের। গতবছর বেশ আটঘাট বেঁধে মাশরাফির দল গেছিলো সেদেশে, এবার তো বিপিএলের কারণে হয়নি নূন্যতম প্রস্তুতি। ফলাফল যা হওয়ার হচ্ছে তাই, ওয়ানডে সিরিজের প্রথম দুইটাতেই রীতিমত বিধ্বস্ত সফরকারী।

নেপিয়ারে প্রথম ওয়ানডেতে পাওয়ার প্লে’র দশ ওভারে ৪ উইকেট হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি খেলাই। মাঝে মিঠুনের ব্যাটে দলীয় স্কোর কিছুটা ভদ্রস্থ হলেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে ছিল না জয়ের জন্য আহামরি সংগ্রহ। নেপিয়ার ঘুরে ক্রাইস্টচার্চেও প্রায় একই পরিণতি। দলের ব্যাটিং ব্যর্থতার খেসারত স্বরূপ হারতে সমান ৮ উইকেটের ব্যবধানে।

তাইতো আজ সিরিজের শেষ ম্যাচটা জিতে অন্তত হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ দল টসে জিতে শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। দলে বদলে এসেছে ১টি, মিঠুনের পরিবর্তে সুযোগ মিলেছে পেসার রুবেল হোসেনের। এদিকে কিউই শিবিরে এসছে ৩ পরিবর্তন, দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের জায়গায় স্কোয়াডে ঢোকা কলিন মুনরো সুযোগ পেয়েছেন আজ, সাথে ম্যাট হেনরি ও টড অ্যাস্টেলের পরিবর্তে খেলবেন মিচেল স্যাটনার এবং টিম সাউদি।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের একাদশঃ টম ল্যাথাম (অধিনায়ক & উইকেটরক্ষক) মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কলিন মুনরো, রস টেইলর, জেমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল স্যাটনার, লুুুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্র্রেন্ট বোল্ট।

৯৭ প্রতিবেদক

Read Previous

ইমরান খানের বন্ধু হওয়ায় নিজ দেশেও বিপাকে সিধু!

Read Next

টেইলরের ইতিহাস গড়ার দিনে বড় লক্ষ্য বাংলাদেশের সামনে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share