

একটা ক্রিকেট দল লিস্ট ‘এ’ ম্যাচে মাত্র ২৪ রানে অল আউট! পাড়ার ক্রিকেট নয়, রীতিমত একটা দেশের জাতীয় দল। নিজেদের ঘরের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ২৪ রানে গুটিয়ে যেয়ে লজ্জার এক রেকর্ডের সাক্ষী হলো ওমান, পড়তে হলো লিস্ট ‘এ’ তে কোন জাতীয় দলের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জাতে।
আল আমারাতে টস হেরে ব্যাট করতে নামা ওমান দুই স্কটিশ রোয়াদ্র স্মিথ ও আদ্রিয়ান নিলের বোলিং তোপে মাত্র ২৪ রানেই অল আউট হয়, দুজনেই সমান ৪ উইকেট করে নেন। ওমানের পক্ষে দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটসম্যান খাওয়ার আলি, তিনি করেন ১৫ রান। আর এই রান স্কটল্যান্ডের দুই ওপেনার মাত্র ৩ ওভার ২ বল অর্থাৎ মাত্র ২০ বল তাড়া করে ১০ উইকেটের জয় তুলে নেন।
৪৫ রানের নিচে অল আউট হওয়ার ঘটনা ওমানের জন্য এটি দ্বিতীয় বার। এর আগে ২০০৫ সালে আইসিসি ট্রফিতে ২৪ ওভারে নেমে আসা ম্যাচে পাপুয়া নিউ গিনির দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৪১ রানেই অল আউট হয়েছিলো ওমান।
সব ধরণের লিস্ট ‘এ’ ম্যাচ মিলিয়ে ওমানের লজ্জার রেকর্ডটি অবশ্য ঠাঁই হয়েছে ৪ নম্বরে। তালিকার প্রথম নামটি উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের, বারবাডোজের বিপক্ষে ১৪ ওভার ১ বলে মাত্র ১৮ রানেই অল আউট হয় তারা। লজ্জার এই রেকর্ডে নাম আছে চট্টগ্রাম বিভাগেরও, সিলেট বিভাগের বিপক্ষে ২০ ওভার ৪ বলে মাত্র ৩০ রানে অল আউট হওয়া চট্টগ্রাম আছে তালিকার পঞ্চম স্থানে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে সর্বনিম্ন রানের রেকর্ডঃ
১/ ২০০৭ সালের ১৭ অক্টোবর বারবাডোজের বিপক্ষে ১৮ রানে অল আউট উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।
২/ ২০১২ সালের ১৩ ডিসেম্বর কল্ট কলোম্বোর বিপক্ষে সারাকেনস অল আউট হয় ১৯ রানে।
৩/ ১৯৭৪ সালের ২৩ জুন ইয়র্কশায়ারের বিপক্ষে মিডলসেক্স অল আউট হয় ২৩ রানে।
৪/ ২০১৯ সালের ১৯ শে ফেব্রুয়ারি আল আমিরাতে স্কটল্যান্ডের বিপক্ষে ওমান অল আউট হয় ২৪ রানে।
৫/ ২০০২ সালের ২৭ ডিসেম্বর ঢাকায় সিলেটের বিপক্ষে চট্টগ্রাম করতে পারে মাত্র ৩০ রান।
৬/ ২০০৭ সালের ২৮ শে অক্টোবর ইস্ট লন্ডনে বর্ডার ৩১ রানে অল আউট হয় সাউথ ওয়েস্টার্নের বিপক্ষে।
৭/ ২০০০ সালের ২ জানুয়ারি মুম্বাইতে মুম্বাইয়ের বিপক্ষে ৩৪ রানে অল আউট হয় সরাষ্ট্র।
৮/ ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ফতুল্লায় ক্রিকেট কোচিং স্কুল, আবাহনী লিমিটেডের কাছে অল আউট হয় মাত্র ৩৫ রানে।
৯/ ২০০৪ সালের ২৫ এপ্রিল হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে অল আউট হয় জিম্বাবুয়ে।
১০/ ১১ নভেম্বর ২০১৪ সালে নাগপুরে রেলওয়ের বিপক্ষে ৩৫ রানে অল আউট হয় রাজস্থান।