

বাংলাদেশের ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) জনপ্রিয়তা কাগজে কলমে বোঝানো সম্ভব নয়। বিপিএল পূর্ব সময়ে এই ঢাকা লিগ খেলার জন্যই সারা বছর মুখিয়ে থাকতেন ক্রিকেটাররা। বেশ জমকালো ভাবেই দল বদলের আয়োজন হতো। বিপিএল আলো কেড়ে নিলেও দেশের ক্রিকেটে একদিনের ম্যাচের এই ঘরোয়া টুর্নামেন্ট এখনও ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে একটা বড় আবেগের জায়গা।
কিন্তু একটা জায়গায় আফসোস রয়ে গেছে বহুদিন ধরেই। ঢাকা লিগের টিভি সম্প্রচার হবে-হচ্ছে করে কেটে গেলো অনেক বছর। এবারও সম্প্রচার প্রসঙ্গ আসতেই অসহায়ত্বের সুর ভেসে আসলো সিসিডিএম চেয়ারম্যানের কণ্ঠ থেকে। আগের মতই জানালেন তিনি, চেষ্টা চলছে।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজী ইনাম জানিয়েছেন অন্তত কিছু ম্যাচ হলেও টিভি সম্প্রচারের চিন্তাভাবনা আছে তাদের। ওই যে ভাবনাটা ভাবনাতেই রয়ে গেল। সুপার লিগ তো দূরে থাক, দর্শকদের ভাগ্যে জোটেনি অন্তত কোন আসরের ফাইনালও। কাল অবশ্য কাজী ইনামের কন্ঠে ছিলো অসহায়ত্বের সুরই। তার কথার ধরণে ঠিকই বোঝা গেল চেষ্টা উনি চালিয়েছেন ঠিকই কিন্তু সম্প্রচারকারী কোন প্রতিষ্ঠানের আগ্রহ না থাকাটাই মূল কারণ ব্যর্থ হওয়ার।
সিসিডিএম চেয়ারম্যান জানান এখন চেয়ারম্যান আছেন বলেই তা কিন্তু নয়, যখন সিসিডিএম মার্কেটিং প্রতিনিধি ছিলেন তখন থেকেই চেষ্টা করেছেন তিনি, ‘এটা নিয়ে আমি কম কথা বলিনি। গত বছর কথা বলেছি, দায়িত্ব পাওয়ার আগে যখন মার্কেটিং প্রতিনিধি ছিলাম তখনও চেষ্টা চালিয়েছি। বিশ্বাস করেন, দুর্ভাগ্যক্রমে কেউ আগ্রহ দেখায়নি। আগ্রহ দেখলে এবার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

এবারের ঢাকা লিগ মাঠে গড়াচ্ছে আগামী ৮ মার্চ থেকে, অবশ্য এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে সিসিডিএম আয়োজন করতে যাচ্ছে ১২ দল নিয়ে শুধুমাত্র দেশি খেলোয়াড়দের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অনেক কিছুর পর এবার কাজী ইনাম চেষ্টা করে সফল হয়েছেন টুর্নামেন্টটি আয়জন করতে। তার ধারণা এবার যেহুতু টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে সামনের আসরগুলোয় হয়তো টিভিতেও দেখা যাবে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।
তিনি বলেন, ‘আমরা গাজী টিভির সঙ্গে সরাসরি কথা বলব। এবার টি-টোয়েন্টি টুর্নোমেন্ট আছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ওয়ানডে টুর্নামেন্টের সুপার লিগের কিছু খেলাও যদি অন্তত তারা দেখাতে চায়।’