পুরো টুর্নামেন্ট নয়, দুই সপ্তাহের সূচি প্রকাশ আইপিএলের

Vinkmag ad

আসন্ন বিশ্বকাপের সাথে ভারতের লোকসভা নির্বাচনের কারণে এবার আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। অবশেষে আজ ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের দিন-তারিখ। তবে পুরো মৌসুম নয়, জানানো হয়েছে মোটে ১৭ ম্যাচের সময়সূচি।

DUhUQYdUMAASb9j

আগামী ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অর্থাৎ দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ২৩ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর পরের দিনই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নিজের সাবেক দল কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে খেলতে সানরাইর্জ হায়দ্রাবাদের সাকিব আল।হাসান।

এই ১৪ দিনের প্রকাশিত সূচিতে ব্যাঙ্গালুরু এবং দিল্লি পাঁচটি করে ম্যাচ খেলবে। বাকি ৬টি দল চারটি করে ম্যাচ খেলবে সূচি অনুযায়ী। ২টি করে হোম ম্যাচ এবং ২টি করে অ্যাওয়ে ম্যাচ।

Kane Williamson Billy Stanlake Shakib Al Hasan SRH Sunrisers Hyderabad IPL 2 770x433
ফাইল ছবি

এক নজরে দেখা নেওয়া যাক এই দুই সপ্তাহের সূচিঃ

তারিখ         দিন         সময়         ম্যাচ         ভেন্যু

২৩ মার্চ ২০১৯, শনিবার, রাত ৮.৩০, চেন্নাই বনাম ব্যাঙ্গালুরু (চেন্নাই)

২৪ মার্চ ২০১৯, রোববার, বিকেল ৪.৩০, কোলকাতা বনাম হায়দ্রাবাদ (কোলকাতা)

২৪ মার্চ ২০১৯, রোববার, রাত ৮.৩০, মুম্বাই বনাম দিল্লি (মুম্বাই)

২৫ মার্চ ২০১৯, সোমবার, রাত ৮.৩০, রাজস্থান বনাম পাঞ্জাব (রাজস্থান)

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, রাত ৮.৩০, দিল্লি বনাম চেন্নাই (দিল্লি)

২৭ মার্চ ২০১৯, বুধবার, রাত ৮.৩০, কোলকাতা বনাম পাঞ্জাব (কোলকাতা)

২৮ মার্চ ২০১৯, বৃহস্পতিবার রাত ৮.৩০, ব্যাঙ্গালুরু বনাম মুম্বাই (ব্যাঙ্গালুরু)

২৯ মার্চ ২০১৯, শুক্রবার, রাত ৮.৩০, হায়দ্রাবাদ বনাম রাজস্থান (হায়দ্রাবাদ)

৩০ মার্চ ২০১৯, শনিবার, বিকেল ৪.৩০, পাঞ্জাব বনাম মুম্বাই, (মোহালি)

৩০ মার্চ ২০১৯, শনিবার, রাত ৮.৩০, দিল্লি বনাম কোলকাতা (দিল্লি)

৩১ মার্চ ২০১৯, রোববার, বিকেল ৪.৩০, হায়দ্রাবাদ বনাম ব্যাঙ্গালুরু, (হায়দ্রাবাদ)

৩১ মার্চ ২০১৯, রোববার, রাত ৮.৩০, চেন্নাই বনাম রাজস্থান, (চেন্নাই)

১ এপ্রিল ২০১৯, সোমবার, রাত ৮.৩০, পাঞ্জাব বনাম দিল্লি (মোহালি)

২ এপ্রিল,২০১৯, মঙ্গলবার, রাত ৮.৩০, রাজস্থান বনাম ব্যাঙ্গালুরু (রাজস্থান)

৩ এপ্রিল ২০১৯, বুধবার, রাত ৮.৩০, মুম্বাই বনাম চেন্নাই (মুম্বাই)

৪ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, রাত ৮.৩০, দিল্লি বনাম হায়দ্রাবাদ (দিল্লি)

৫ এপ্রিল ২০১৯, শুক্রবার, রাত ৮.৩০, ব্যাঙ্গালুরু বনাম কোলকাতা (ব্যাঙ্গালুরু)

*প্রতিটা ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী।

৯৭ প্রতিবেদক

Read Previous

চোটের কারণে খেলা হচ্ছে না মিঠুনের, অনিশ্চিত মুশফিক

Read Next

প্রিমিয়ার লিগ সম্প্রচার নিয়ে বিসিবির অসহায়ত্ব!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share