বিশ্বকাপ দলে ‘খুব বেশি বদল হবে না’ বাংলাদেশের

featured photo1 15
Vinkmag ad

চলমান আছে নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে শুরুর দুইটাতে হেরে আগেই সিরিজ খানা খুইয়ে বসছে বাংলাদেশ দল। এবার অপেক্ষায় তৃতীয় ও শেষ ম্যাচে হার এড়িয়ে ধবল ধোলাই থেকে রক্ষা পাওয়া। এমন অবস্থাতেও আসন্ন বিশ্বকাপ নিয়ে ভাবছে হচ্ছে টাইগারদের। ৩ মাস বাদে মাঠে গড়ানো ক্রিকেট মহাযজ্ঞে নিজেরদের দল কেমন হবে তার একটা ধারণা দিয়ে রাখলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

bdt eam
ফাইল ছবি

কদিন বাদেই মাঠে গড়াবে ক্রিকেট মহারণের শ্রেষ্ঠত্বের আসর অর্থাৎ বিশ্বকাপ ক্রিকেট। আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এরই মধ্যে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলা। যেখানে থেমে নেই গত আসরে কোয়ার্টার ফাইনাল খেলা দল বাংলাদেশও।

যদিও নিউজিল্যান্ড সিরিজের পর আরও অন্তত ৪টা ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ আছে টাইগারদের সামনে। তবে মে মাসে উইন্ডিজকে নিয়ে আয়ারল্যান্ডে যে ত্রিদেশীয় সিরিজে খেলবে এই চার ম্যাচ, সেই সিরিজে বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডই নিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেহিসাবে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ডানেডিনে তৃতীয় ওয়ানডেই হবে বিশ্বকাপের দল ঘোষণার আগে শেষ ওয়ানডে। এই কারণেই ঘুরে ফিরে আসছে বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে নানান ভাবনা।

কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামার আগে এই বিষয়ে কথা বলছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে হয়ত এটা আমাদের শেষ ওয়ানডে। বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আমরা আয়ারল্যান্ডে যাব। আমার মনে হয় খুব বেশি বদল হবে না। সবার অভিজ্ঞতা আছে।’

519A1880 1200x776 1

একই সাথে তিনি আরও জানান, ‘এখানে (নিউজিল্যান্ডে) যারা আছে তারা ভালো করার জন্য যথেষ্ট অভিজ্ঞ। হয়তো আমরা যেমন চেয়েছিলাম, তেমন হয়নি। তবে এখনও একটি ম্যাচ বাকি আছে। এখান থেকে কিছু আত্মবিশ্বাস নিয়ে আমরা আয়ারল্যান্ড আর বিশ্বকাপে যেতে চাই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

এবার বন্ধ হয়ে গেল পিএসএল এর ‘ব্রডকাস্টিং’

Read Next

চোটের কারণে খেলা হচ্ছে না মিঠুনের, অনিশ্চিত মুশফিক

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share