ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে

DPL
Vinkmag ad

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামী ৮ মার্চ। ১২ ক্লাবের এই লিগের প্লেয়ার্স ড্রাফট আজ হয়ে গেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফটে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ড্রাফট ভাগ্যে পেয়েছে মোস্তাফিজুর রহমানকে। গত কয়েক আসর থেকে ভালো দল করতে না পারা ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে নিয়েছে ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মারদের একজন লিটন কুমার দাসকে। ১৫ লাখে মোহামেডানে আশরাফুল

Cricket20190218141216

১২ দলের এই লিগ লিস্ট ‘এ’ মর্যাদাপূর্ণ। এ মৌসুমের ‘প্লেয়ার্স ড্রাফট’ আজ অনুষ্ঠিত হয়েছে। এবারের লিগে নতুন দুই ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি। ৮ বছর পর বিকেএসপি ফিরেছে ঢাকা লিগে। দেশি ক্রিকেটারদের পাশাপাশি এতে থাকছে বিদেশি ক্রিকেটাররাও। প্রতিটি ক্লাব দলে নিতে পারবে একজন করে বিদেশি।

আজ সোমবার একটি পাঁচতারকা হোটেলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) এর ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটের আগে প্রতিটি ক্লাব আগের মৌসুমে খেলা তিনজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল।

এবার প্রিমিয়ার লিগে বিশ্রাম চেয়েছিলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। চোটের কারণে অনিশ্চিত সাকিব আল হাসানও। মাশরাফি মর্তুজাকে আবাহনী ধরে রাখায় জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কেবল মাহমুদউল্লাহকে নিয়েই আগ্রহ ছিল।

riyad fielding 1185092394

ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পেয়ে আবাহনী লিমিটেড শুরুতেই দলে নেয় পেসার রুবেল হোসেনকে। দ্বিতীয় সুযোগে তারা দলে নেয় জহুরুল ইসলাম অমিকে।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের প্রথম ডাকে দলে নেয় এনামুল হক বিজয় আর অলক কাপালীকে। শাইনপুকুর ক্রিকেট ক্লাব প্রথম ডাকেই সৌম্য সরকারকে দলে ভেড়ায়।

ড্রাফটের চতুর্থ রাউন্ডে গিয়ে দল পান এবার মাশরাফির সঙ্গে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩৫ লাখ পারিশ্রমিক পাওয়া মাহমুদউল্লাহ। চতুর্থ রাউন্ডের প্রথম ডাকে তাকে দলে নেয় শেখ জামাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে ৬ এপ্রিল থেকে মাহমুদউল্লাহকে পাবে ক্লাবটি।

A13T7168

নিউজিল্যান্ড সফরে টেস্ট ও ওয়ানডে উভয় দলে থাকা ক্রিকেটারদের লিগের শুরুতে পাওয়া যাবে না এই কারণে তাদের শুরুর রাউন্ডগুলোতে দলে নিতে আগ্রহ দেখায়নি ক্লাবগুলো। মুস্তাফিজুর রহমান যেমন চতুর্থ ডাকে গিয়ে পান দল। ওই রাউন্ডে নিজেদের একমাত্র ডাকে মুস্তাফিজকে দলে নেয় শাইনপুকুর। একই রাউন্ডে মোহামেডান দলে নেয় লিটন কুমার দাসকে। ২২ মার্চের পর লিটনকে পাবে মোহামেডান।

পঞ্চম রাউন্ডে গিয়ে দল পান গেল আসরে পাঁচ সেঞ্চুরি করা মোহাম্মদ আশরাফুল। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ওই রাউন্ডের দ্বিতীয় ডাকে দলে নেয় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ১৫ লাখে মোহামেডানে আশরাফুল।

mohammad ashraful

এ বছরও প্রিমিয়ার লিগের মূল স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন।

প্রিমিয়ার লিগে কোন দলে কারা: 

আবাহনী লিমিটেড: মাশরাফি বিন মর্তুজা , মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান মিরাজ, টিপু সুলতান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন।

ধরে রাখা ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মো: শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক*, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মিনহাকুল আবেদিন আফ্রিদি।

ধরে রাখা ক্রিকেটার: জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার

লিজেন্ডস অব রূপগঞ্জ: নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান, মুমিনুল হক, জাকির আলী অনিক, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফীস, নাবিল সামাল, আসিফ আহমেদ রাতুল, আজমীর আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, মুক্তার আলী, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু।

ধরে রাখা ক্রিকেটার: নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মো: সৈকত আলী, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহি, মো: জসিমউদ্দিন, এনামুল হক জুনিয়র, মো: ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র।

ধরে রাখা ক্রিকেটার: ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, রবিউল হক, মঈনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মো: মাসুম খান, রাফসান আল মাহমুদ, মো: নাজিম উদ্দিন, আব্দুল হালিম।

ধরে রাখা ক্রিকেটার: রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদী হাসান রানা, তাসামুল হক রুবেল, ওয়ালিউল করিম রনি।

ধরে রাখা ক্রিকেটার: ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর, আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান।

ধরে রাখা ক্রিকেটার: রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন, এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মো: আল আমিন হোসেন (২), মনির হোসেন খান, মো: সালমান হোসেন ইমন,  নাঈম হাসান, নাজমুল হোসেন মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি।

ধরে রাখা ক্রিকেটার: আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধিমান ঘোষ, শরিফুল ইসলাম, মো: রাকিব, সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক।

ধরে রাখা ক্রিকেটার: শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।

ব্রাদার্স ইউনিয়ন: জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরি, ফজলে রাব্বি মাহমুদ, মো: শরিফউল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, ইবাদত হোসেন চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি।

ধরে রাখা ক্রিকেটার: জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরি।

উত্তরা স্পোর্টিং ক্লাব: নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ন, মোহাইনুল খান।

ড্রাফটের আগে: নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম।

বিকেএসপি: শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন, মাহমুদ হাসান জয়, মুকিদুল ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান আব্দুল কাইয়ুম, হাসান মুরাদ, নওশাদ ইকবাল।

ড্রাফটের আগে: শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন।

97 Desk

Read Previous

ওয়ানডে দলে মুমিনুল, মিঠুন–মুশফিককে নিয়ে সংশয়

Read Next

‘ক্রিকেটের বস আমি, থাকবও বস হয়ে’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share