ওয়ানডে দলে মুমিনুল, মিঠুন–মুশফিককে নিয়ে সংশয়

mominul
Vinkmag ad

নিউজিল্যান্ড থেকে আসছে কেবল দুঃসংবাদই। সিরিজ হেরে বসা বাংলাদেশ দলে এখন চোটের মিছিল। চোটাক্রান্ত মোহাম্মদ মিঠুনের সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিমও। তাঁর খেলা নিয়ে এখন সংশয়। বুধবারের ম্যাচে এখন একাদশ সাজানো নিয়েই দেখা দিয়েছে সমস্যা। জরুরি ভিত্তিতে তাই ওয়ানডে দলে যোগ দিচ্ছেন মুমিনুল হক।

253680

সাকিবের পর চোটাক্রান্ত হয়েছেন মুশফিক আর মিঠুন। তাদের খেলা নিয়ে এ মুহুর্তে সন্দেহ দেখা দিয়েছে। মিঠুন খেলবেন না এটা নিশ্চিত। মুশফিকুর রহিম পারবেন বলেই আশা করছে বাংলাদেশ দল। কিন্তু মুশফিকের স্ক্যানেও যদি গুরুতর কিছু ধরা পড়ে? তাহলে তো বাংলাদেশের একাদশ সাজানোই মুশকিল। আর বুধবার মুমিনুল একটা ওয়ানডে খেলার সুযোগ পেতেই পারেন। এ কারণেই জরুরি ভিত্তিতে ক্রাইস্টচার্চ থেকে উড়িয়ে আনা হচ্ছে মুমিনুল হককে।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে সুযোগ পেয়েছেন মুমিনুল হক। তবে সেটি মুশফিকুর রহিম আর গত দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুনের বিকল্প হিসেবে! ইতিমধ্যেই সিরিজ হেরে বসা বাংলাদেশ দলে এখন চোটের মিছিল। সাকিবের পর চোটাক্রান্ত হয়েছেন মুশফিক আর মিঠুন। তাদের খেলা নিয়ে বিস্তর সন্দেহ দেখা দিয়েছে।

a13fb1ee5476d044dc51da0dc9cba7f3 5c6a6b5bc59d3

অবশ্য মোহাম্মদ মিঠুনের চোটের খবর পুরোনো, নতুন যোগ হয়েছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রথম দুই ম্যাচে রান যা করার তিনিই করেছেন। দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি। সিরিজে বাংলাদেশের হাফ সেঞ্চুরিও এই দুটিই। এর সঙ্গে যুক্ত হয়েছেন আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তৃতীয় ওয়ানডেতে একাদশ সাজানোই এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে!

সেরা দুই ব্যাটসম্যানকে হারিয়ে জরুরি ভিত্তিতে তাই ওয়ানডে দলে ডাকা হয়েছে মুমিনুল হককে। প্রস্তুতি ম্যাচের একাদশ পূর্ণ করতে ৬ ফেব্রুয়ারি প্রথম দলের সঙ্গেই নিউজিল্যান্ডে চলে এসেছিলেন মুমিনুল। এত দিন ওয়ানডে দলের সঙ্গেই ছিলেন। তাই তার মানিয়ে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মুশফিক-মিঠুনের কাল স্ক্যান হওয়ার কথা থাকলেও সিরিয়াল পাননি। এটাই নিউজিল্যান্ডের নিয়ম; সবার জন্য এক আইন।

mominul.jpgns

গতকাল ব্যর্থ হওয়ার মিঠুন আর মুশফিক তাই আশা করছেন, আগামীকাল হয়তো স্ক্যান করানো যাবে। সেই স্ক্যান কী বলে, সেটির ওপরই নির্ভর করছে মুশফিকের খেলা না-খেলা।

97 Desk

Read Previous

প্রথম ‘দশ ওভার’ নিয়েই যত ভাবনা বাংলাদেশের

Read Next

ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share