

নিউজিল্যান্ড সফর কখনোই সুখকর হয় বাংলাদেশের জন্য। কিউই ডেরাতে পা রেখে এখনো জয়ের মুখ দেখা হয়নি টাইগারদের। গতবছর বেশ আটঘাট বেঁধে সেদেশে গেছিলো মাশরাফির দল, এবার তো বিপিএলের কারণে হয়নি নূন্যতম প্রস্তুতি। ফলাফল যা হওয়ার হচ্ছে সেটাই, ওয়ানডে সিরিজের প্রথম দুইটাতেই রীতিমত বিধ্বস্ত সফরকারীরা। যেখানে নিজেদের ইনিংসের শুরুর দশ ওভারেই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ।

নেপিয়ারে প্রথম ওয়ানডেতে পাওয়ার প্লে’র দশ ওভারে ৪ উইকেট হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি খেলাই। মাঝে মিঠুনের ব্যাটে দলীয় স্কোর কিছুটা ভদ্রস্থ হলেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে ছিল না জয়ের জন্য আহামরি সংগ্রহ। নেপিয়ার ঘুরে ক্রাইস্টচার্চেও প্রায় একই পরিণতি। সেকারণে এবার শুরুর ১০ ওভার নিয়ে পরিকল্পনা আঁটছে টিম টাইগার। অন্তত এমনটাই জানালেন দলটি ওপেনার তামিম ইকবাল।
তামিম বলেন, ‘আমরা এইটাই আশা করবো যে প্রথম দশ ওভারের মধ্যে যাতে আমরা খেলাটা ওদের হাতে না দিয়ে দিই। প্রত্যেকটা দিন আপনি যখন প্রথম ১০ ওভারে তিনটা থেকে চারটা উইকেটে হারাবেন তখন এইটা সবসময়েই আপনার কাছে কষ্টদায়ক হয়ে যাবে কাম ব্যাক করার ক্ষেত্রে। তো আশা করবো যে আমরা সামনের ম্যাচে একই ভুলগুলা করবো না।’
কিউইদের হয়ে ইনিংসের শুরুর ১০ ওভারে বল হাতে দেখা যায় ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টকে। শুরুতে এই দুই বোলারকে সামলাতে পারলে নিজেদের কাজটা বেশ সহজ জয়ে যাবে বলে মনে করেন তামিম ‘নিউজিল্যাল্ডের যারা বোলিং আছে ওরা শুরুর ১০ ওভারে খুবই ভাল বল করে। আমাদের দুর্ভাগ্য যে প্রথম দশ ওভারে ওদেরকে ৪টা উইকেট দিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় ম্যাচে আমার কাছে মনে হয় বৃষ্টি আর আবহাওয়ার কারণে উইকেট থেকে ওরা একটু সাহায্য পেয়েছে। কিন্তু উইকেট খুব ভালো (ব্যাটিংয়ের জন্য)’
একই সাথে তিনি আরও যোগ করেন, ‘শেষ ম্যাচে যদি আমরা প্রথম দশটা ওভার ভালো করে ব্যাটিংটা করতে পারি উইকেট না হারিয়ে, এমনকি রান যদি নাও হয় তাহলে আমরা পরবর্তীতে অবশ্যই ওদেরকে (নিউজিল্যান্ড) চাপের মধ্যে রাখতে পারবো। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যাটসম্যান যারা আছে তাদের সবার সামর্থ্য আছে।’
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর দুইটাতে হেরে ২-০ তে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ধবল ধোলাই এড়াতে তৃতীয় ম্যাচে ডানেডিনে আগামী বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টায় মাঠে নামবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দল।