ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ভাবনা গেইলের

featured photo1 26
Vinkmag ad

বয়সটা ছুঁয়েছে প্রায় ৪০ এর কোটা। আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটকে বিদায় বলেছেন বেশ আগেই, খেলে যাচ্ছিলেন কেবল সিমিত ওভারের ক্রিকেট। তবে সেখান থেকেও এবার একদিনের সংস্করণকে বিদায় বলছেন উইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান ক্রিস গেইল। চলতি বছর ইংল্যান্ডে বসতে যাওয়া আসন্ন বিশ্বকাপের পর পঞ্চাশ ওভারি ক্রিকেটে আর দেখা যাবে না গেইলকে।

FB IMG 1538908938408
ফাইল ছবি

ওয়ানডেতেও যে গেইল উইন্ডিজের জার্সিতে নিয়মিত খেলেন, তেমনটাও না। এই ফরম্যাটে সবশেষ তাকে খেলতে দেখা গেছে বাংলাদেশের বিপক্ষে, সেটাও গত বছরের মাঝামাঝি সময়ে। এরপর এবার আবার দলে ডাক পেয়েছেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। সেখান থেকেই এসেছে এই ঘোষণা। উইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে গেইলের অবসরের এই খবরটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা এক টুইট বার্তাতে উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, ‘উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।’

gayle

দেখুন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের করা টুইটটিঃ

ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হয়ে রেকর্ড ২৩টি সেঞ্চুরি আছে গেইলের। রান করেছেন ৯৭২৭টি, উইন্ডিজের হয়ে গেইলের থেকে বেশি রান করেছেন কেবল কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হয়ে যাওয়া ২০১৫ বিশ্বকাপে গেইল ব্যাট থেকে এসেছিলো ২১৫ রান, এবার ঘোষণা করেছেন এই বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর দেখা যাবে না গেইলকে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ক্রিস গেইলের। এখন পর্যন্ত  তিনি খেলেছেন ২৮৪ টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে বিশ্ব একাদশের হয়ে মাঠে নেমেছেন তিন ম্যাচে। তবে ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি ক্রিকেটটা ঠিকই চালিয়ে যাবেন ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের এই ফেরিওয়ালা।

৯৭ প্রতিবেদক

Read Previous

প্রিমিয়ার লিগে দামে সবার ওপরে মাশরাফি-মাহমুদউল্লাহ

Read Next

বল হাতে ছক্কা খেলে খুশি হন কুলদ্বীপ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share