

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম দিনের খেলা, বিকেএসপির ৩নং মাঠে মুখোমুখি হয়েছিলো এবারের লীগে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবং পঞ্চম স্থানে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যেখানে শেষ হাসি হেসেছে প্রাইম দোলেশ্বর।
টসে জিতে শেখ জামালের অধিনায়ক রাজিন সালেহ ফিল্ডিংয়ের স্বিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে প্রাইম দোলেশ্বরের ইমতিয়াজ হোসেনের ক্যারিয়ার সেরা ব্যাটিং, ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ৪৩তম ওভারে যখন তীব্র তাপদাহে একটু শীতল পরশ বুলাতে বৃষ্টির আগমন ততোক্ষণে প্রাইম দোলেশ্বরের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২৫১ রান। এক ঘন্টা তেতাল্লিশ মিনিট পর যখন খেলা শুরু হয় তখন নির্ধারিত হয় ম্যাচ হবে ৪৬ ওভারের। বাকি তিন ওভারে আরও ২৩ রান যোগ করে খেলা শেষ করে প্রাইম দোলেশ্বর। ইমতিয়াজ হোসেন আর শাহরিয়ার নাফিসের ১৭৬ রানের জুটি প্রাইম দোলেশ্বরকে বড় স্কোর গড়তে সহায়তা করে। ১৭ বাউন্ডারি আর ৪ ওভার বান্ডারিতে ইমতিয়াজ হোসেন খেলেন ১০৯ বলে ১২৮ রানের অনবদ্য ইনিংস। এদিন শাহরিয়ার নাফিসও কম যাননি, তার ৬৭ রানের ইনিংসে ৪০ রানই আসে বাউন্ডারি থেকে। এছাড়াও মার্শাল আইয়ুব ১৯ ও শরীফউল্লাহ ২৭ বলে ৩৫ রান করেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোন বোলারই এদিন সুবিধা করতে পারেননি। তানবীর হায়দার ৫৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন।
ডি/এল মেথডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টার্গেট দাঁড়ায় ৪৬ ওভারে ২৯২ রান। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২.২ ওভারের বেশি খেলতে পারেনি শেখ জামালের ব্যাটসম্যানরা, তারা ২৫১ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে তানবীর হায়দারের ব্যাট থেকে। এছাড়া প্রশান্ত চোপরা করেন ৩৬ বলে ৪৩ রান। প্রাইম দোলেশ্বরের হয়ে হাবিবুর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি, চতুরঙ্গা ডি সিলভা প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন।
অনবদ্য ১২৮ রানের জন্য ম্যাচ সেরা ইমতিয়াজ হোসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-২৭৪/৭(৪৬ ওভার),ইমতিয়াজ-১২৮, নাফিস-৬৭, তানবীর-৫৮/২
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-২৫১/১০(৪২.২ ওভার), তানবীর-৪৬, প্রশান্ত-৪৩,হাবিবুর-৫৫/২, ফরহাদ রেজা-৫৫/২, আরাফাত সানি-৪১/২, চতুরঙ্গা ডি সিলভা-৩৮/২।
ফলাফলঃ ডি/এল মেথডে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৪০ রানে জয়ী।