

প্রায় আট মাস পর দলে ফেরা। ব্যাপারটা নাসিরের কাছে হয়তো নতুন করে অভিষেক হওয়ার মতই। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের অক্টোবর মাসে ইংল্যান্ডের বিপক্ষে। পারফরর্ম্যান্সটা আহামরি ছিলোনা সেই ম্যাচে। ব্যাট হাতে ১০ বলে করেছিলেন ৪ রান।
এরপর শুধু দল থেকে নয় ,বাদ পড়লেন বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকেও। ঢাকা প্রিমিয়ার লিগে বাদ হওয়ার জবাবটা দিয়েছিলেন ভালো মতই। এরপর ফেরা ত্রিদেশীয় সিরিজের দলে। দলে ফিরলেও সেরা একাদশে ছিলেননা প্রথম তিন ম্যাচে।
অবশেষে সিরিজের শেষ ম্যাচে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা একাদশে যায়গা পেলেন মিঃ ফিনিশার খ্যাত নাসির হোসেন। অধিনায়ক মাশরাফির করা প্রথম ওভারের চতুর্থ বলে ফ্লিক করেন লাথাম। শর্টস্কয়ার লেগ দিয়ে উঠে ক্যাচ। আর খুব সহজ ক্যাচটাই হাত ফসকে যায় নাসিরের।
পরে নাসিরই জুটি ভাঙ্গেন লাথাম-ব্রুমে ১৩৩ রানের। ব্রুম সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন মাশরাফির হাতে। এর পরের ওভারে সেই লাথামকেই ৮৪ রানের মাথায় বোল্ড করেন নাসির। যার ক্যাচ মিস করেছিলেন প্রথম ওভারেই। গত ম্যাচে অভিষিক্ত সানজামুল এর যায়গায় দলে ফেরা নাসির এখন পর্যন্ত ৯ ওভার করে ২ উইকেট তুলে নিয়েছেন ৪৭ রান দিয়ে।