ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন পল ফারব্রেস

1550384916019
Vinkmag ad

দীর্ঘদিন ধরে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসাবে ছিলেন স্বদেশী পল ফারব্রেস। তবে ৫ বছর ধরে দায়িত্বে থাকা পদে আর বহাল থাকতে চান না তিনি। উইন্ডিজ সফরে দলের ব্যর্থতার কারণে সরে দাঁড়ালের নিজেই।

images 35
পল ফারব্রেস

বর্তমান সময়ে মাঠের ক্রিকেটে সাফল্যের চূড়াতে উঠে বসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। একদিনের ক্রিকেটে ভারতকে টপকে চড়ে বসেছে শীর্ষস্থানে। ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপে শিরোপার বড় দাবিদার ধরা হচ্ছ তাদের। তবে সম্প্রতি ক্যারিবিয়ান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেয়ে সাদা পোশাকে মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ইংলিশরা। শেষ ম্যাচটা ২৩২ রানে জিতলেও সর্বনাশ যা হওয়ার তা হয়েছে আগের দুই ম্যাচে।

টেস্ট ক্রিকেটের র‍্যাংকিংয়ে আট নম্বরে অবস্থান করা দল উইন্ডিজের বিপক্ষে শুরুর দুই ম্যাচে জো রুটের দলকে হারতে হয়েছে আরও বড় ব্যবধানে। দলের এমন ভরাডুবিতে নিজে ব্যর্থতার দায় কাঁধে চাপিয়ে ইংল্যান্ডের সহকারী কোচের পদ ছাড়লেন পল ফারব্রেস। তবে এরই মধ্যে ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের পরিচালকের পদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি।

ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের পর ঐতিহ্যের লড়াই অ্যাশেজের আগে পল ফারব্রেসের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দেশটির সাবেক অনেক ক্রিকেটারই। তবুও নিজের সিদ্ধান্ত বদলালেন না ইংলিশদের সদ্য সাবেক হওয়া সহকারী কোচ।

images 34

ঘোষণায় ফারব্রেস বলেন, ‘ইংল্যান্ড দলের সঙ্গে দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি আমি। এই সময় বিশ্বের দারুন সব কোচদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আর বিশ্বের সেরা ক্রিকেটাররাও আছেন এখানে, আছেন আরও অনেক সহকারীরা। আমি আমার জীবনে অনেক কিছুই এখান থেকে শিখেছি। নিজেকে তৈরি করেছি এবং তাদের সাহায্য করেছি। এবার অন্য কিছু চেষ্টা করে দেখি।’

প্রসঙ্গত, ইংল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফের সাথে ৫ বছর ধরে অন্তর্ভূত ছিলেন তিনি, ২০১৪ সালে দেশটির সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন ৫১ বছর বয়সী ফারব্রেস।

৯৭ প্রতিবেদক

Read Previous

অবশেষে বাস্তবায়িত হচ্ছে নাফিস-মুশফিকদের দাবি

Read Next

শঙ্কা তৈরি হয়েছে শেষ ম্যাচে মুশফিক-মিঠুনের খেলা নিয়ে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share