

দাবিটা ছিলো দীর্ঘদিনের। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার নতুন করে জোড়ালো করেছিলেন রাজশাহী কিংসের টপ-অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। পরে একই সুরে সুর মিলিয়েছিলেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিমও। এরপর টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। যার কারণে আলোক মুখ দেখতে চলেছে নাফিস-মুশফিকদের দাবি।
বাংলাদেশে নিয়মিতভাবেই ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ানোর রেওয়াজ থাকলেও সেখানে এখনো স্থান পায়নি খেলাটার সবথেকে ছোট সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেট। অথচ বিশ্বজুড়ে এর চাহিদাটা বেশ আকাশচুম্বী। তবে বেশ কয়েকবছর ধরে বিপিএল আয়োজন করে আসছে টাইগার ক্রিকেট বোর্ড। সমস্যা হচ্ছে, হঠাৎ করে এতবড় মঞ্চে এসে আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে তাল মেলাতে পারছে না স্থানীয় খেলোয়াড়রা। দাবি উঠেছে, এবার যেন আরেকটি টি-টোয়েন্টি লিগের আয়োজন করে বিসিবি।
‘আমরা সব সময় বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখে থাকি। আইপিএল বলেন, বিপিএল বলেন। এখানে দেখবেন বিদেশি ক্রিকেটাররা এসে ভালো করছে, কিন্তু দেশি ক্রিকেটাররা পারছে না। দেখুন প্রতিটা দেশেরই একটি নিজস্ব টুর্নামেন্ট থাকে। এরা ঘরোয়া টি-টিয়েন্টি টুর্নামেন্টে পারফর্ম করে এক্সপোজার পাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের প্রিমিয়ার লিগের সাথে, বিসিএল কিংবা এনসিএলের সাথে যদি ঘরোয়া টি-টোয়েন্টি থাকত তাহলে আমদের স্থানীয় ক্রিকেটাররা তৈরি হয়ে বিপিএলে পারফর্ম করতে পারত।’
বাংলাদেশ ক্রিকেটে ঘরোয়া লিগে টি-টোয়েন্টি ফরম্যাটটা যোগ করার জন্য বেশ কিছুদিন আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস। তার এমন দাবির কারণ হলো, চলমান বিপিএলে বা পূর্বেও এই টুর্নামেন্টে দেখা গেছে নতুন কোন ক্রিকেটার এসে জুতসই মেলে ধরতে পারছে না নিজেকে। বেগ পেতে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে তাল মেলাতে, পারফরম্যান্সে পড়ছে তার প্রভাব।।যার ফলে এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া যাচ্ছে না সম্ভাবনাময় তেমন ক্রিকেটার।

নাফিসের মত মুশফিকও বলেছিলেন ‘আমার মনে হয় বিপিএলের বাইরেও যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় তাহলে ভালো হয়। ঠাসা সূচির কারণে হয়তো এমন আরেকটা টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। যারা জাতীয় বাইরে আছে তাদের নিয়ে একটা টুর্নামেন্ট করলে বিপিএলের মতো টুর্নামেন্টের সময়ে দল গঠন করতেও সুবিধা হয়।’
আলোর মুখ দেখছে ক্রিকেটারদের এমন দাবি। আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) যুক্ত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাট। অপেক্ষা ছিল জানার- কবে হতে পারে। সেই জানার অপেক্ষা একটু হলেও ফুরিয়েছে। জানা গেছে, ওয়ানডে ফরম্যাটের মূল ডিপিএলের আগেই হবে নতুন করে আবির্ভূত এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
সেক্ষেত্রে ওয়ানডে ফরম্যাটটা পিছিয়ে যেতে পারে এক সপ্তাহ থেকে দশ দিনের মত। ওয়ানডে ফরম্যাটের প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ১২টি দল নিয়েই হবে টি-টোয়েন্টি আসর। গ্রুপ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শেষ করতে লাগবে ১০ থেকে ১২ দিনের মত।