তবুও ‘কোনো সমস্যা’ দেখছেন না সাব্বির

1550321327342
Vinkmag ad

নেপিয়ার থেকে ক্রাইস্টচার্জ, যেন একই হতাশার পুনরাবৃত্তি। এতে যে শুধু শহরের সাথে মাঠটাই বদল হলো, বাংলাদেশ দলের ভাগ্য বদল হলো কই! নিউজিল্যান্ড সফর একেবারই সুবিধাজনক হয় না টাইগারদের জন্য, সেই ধারা অব্যাহত থাকলো চলমান ৩ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে। যেখানে দুইটা ম্যাচই হারতে হলো ৮ উইকেটের ব্যবধানে। এমন হারের ব্যাখ্যা দিতে যেয়ে বাংলাদেশ দলের ক্রিকেটার সাব্বির রহমান বললেন ‘কোনো সমস্যা’ দেখছেন না তিনি।

IMG 20190216 102722 1

ঠিক কোথায় সমস্যা দেখছেন না সাব্বির? বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি প্রায় একই রকম। দুই ম্যাচেই পরাজিত দলের নাম বাংলাদেশ। শুধু হারের বিবেচনায় নয়, দুই দলের স্কোর বোর্ডে তাকালে ম্যাচ দুটিকে গুলিয়েও ফেলতে পারেন অনেকে। দুদিনই বাংলাদেশের হারের ব্যবধান একই, আর একাই ম্যাচ শেষ করে দেওয়া ব্যাটসম্যান মার্টিন গাপটিল।

আজও শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার বিধ্বস্ত। রান পেলেন না তামিম-লিটন, সেট হয়েও নিজেদের উইকেট বিসর্জন দিয়ে আসলেন সৌম্য, মুশফিক, মিরাজরা। প্রথম ওয়ানডের মত যথারীতি আবার হাল ধরতে হলো মিডল অর্ডারকে, আরও নির্দিষ্ট করে বললে মোহাম্মাদ মিঠুনকে। তাকে প্রথম ম্যাচে সঙ্গ দিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, দ্বিতীয় ম্যাচে সেই চরিত্রে আজ সাব্বির রহমান।

বাটিংয়ের সাথে ছন্নছাড়া বোলিং অ্যাটাক। তাতে পাশ মার্ক দেওয়া যেতে পারে কেবল মুস্তাফিজকেই। ফল স্বরূপ এবারও হারাতে হলো ম্যাচ, সাথে এক ১ ম্যাচ হাতে রেখে সিরিজটাও। শনিবার (১৬ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে এমন হারের ব্যাখ্যা দিতে যেয়ে দলটির খেলোয়াড় সাব্বির রহমান শুরুতেই বলেন, ‘আসলে কোনো সমস্যা নেই।’

img 1131
ফাইল ছবি

সমস্যা না থাকলে এমন হারের কারণটা তাহলে কি? নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা ডানহাতি এই ব্যাটসম্যান জানান, ‘আমি তো কোনো সমস্যা দেখছি না। ওরা ভালো বোলিং করেছে। আমরা কিছু শট ভুল খেলেছি, এ কারণে আউট হয়ে গেছি তাড়াতাড়ি। আশা করি এটার পুনরাবৃত্তি হবে না। পরের ম্যাচ থেকে আশা করি ভালো করব।’

কন্ডিশনের প্রসঙ্গ উঠলে সাব্বির বললেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, ঠিক তা না। আসলে পরিকল্পনা কাজে লাগাতে পারছি না। যদি কাজে লাগাতে পারি,।সামনে ভালো ক্রিকেট খেলব। পরের ম্যাচে হোয়াইটওয়াশ ঠেকিয়ে চেষ্টা করব ব্যবধানটা ২-১ করতে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ম্যাচ শেষে আক্ষেপের সুর মাশরাফির কণ্ঠে

Read Next

‘২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের পর শক্তিশালী হয়েছে ইংল্যান্ড’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share