

নিউজিল্যান্ড সফরে এখনও অবধি পাওনার খাতা শূন্য বাংলাদেশ দলের। সিরিজের প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও মার্টিন গাপটিলের আরও একটি সেঞ্চুরিতে ৮ উইকেটে হার টাইগারদের। এমন বাজে অভিজ্ঞতার জন্য দলগতভাবে পারফর্ম করতে না পারাকেই দুষছেন সফরকারী দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ১ম ও ২য় ওয়ানডে ম্যাচটি প্রায় একই রকম। দুই ম্যাচেই পরাজিত দলের নাম বাংলাদেশ। শুধু হারের বিবেচনায় নয়, দুই দলের স্কোর বোর্ডে তাকালে ম্যাচ দুটিকে আপনি গুলিয়েও ফেলতে পারেন। দুদিনই বাংলাদেশের হারের ব্যবধান একই, আর একাই ম্যাচ শেষ করে দেওয়া ব্যাটসম্যান মার্টিন গাপটিল। আজও শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার বিধ্বস্ত।
আগের ম্যাচে ফিফটি করা মোহাম্মদ মিঠুনের আবারও ক্রিজে লড়াই করা ৫৭ রানে ভর করে ২২৬ রান করে বাংলাদেশ। আর সেটা গাপটিলের অসাধারণ সেঞ্চুরিতে অনায়াসেই টপকিয়ে যায় কিইউরা। ২-০ তে সিরিজও ইতোমধ্যে নিশ্চিত করে নিয়েছে উইলিয়ামসন সতীর্থারা।
সকালের এমন বিরুদ্ধ কন্ডিশনে আগে ব্যাট করতে যাওয়া বাংলাদেশ অধিনায়ক মানছেন দিনটা কঠিন ছিল, বিশেষ করে দ্রুত উইকেট যাওয়ার পর মুশফিকের সেট হয়ে ফিরে যাওয়াটাও হতাশ করেছে তাকে। দু-একটা ভালো জুটি হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো বলে মনে করেন মাশরাফি, ‘এটা একটা কঠিন দিন ছিলো। সকালের পরিবেশ বোলিংয়ের জন্য আদর্শই ছিলো। দ্রুত উইকেট গেলেও মুশি (মুশফিক) সেট হচ্ছিল। তবে দুর্ভাগ্য বলতে হবে, আমাদের বড় কোন জুটি হয়নি। যেটা হলে ম্যাচের চিত্র ভিন্ন কিছুও হতে পারত।’
টানা দুই ম্যাচেই দলকে আরো বড় লজ্জার হাত থেকে বাঁচানো মিঠুন ও দুই ম্যাচেই ভালো বল করা মুস্তাফিজের প্রশংসা করে অধিনায়ক বলেন এক বা দুইজনের পারফর্ম দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়। ভালো কিছুর জন্য অবশ্যই দলগতভাবে খেলতে হবে বাংলাদেশকে। এছাড়া ব্যাটিংয়ে জুটিগুলোকে বড় করতে না পারার আক্ষেপও ঝরলো বাংলাদেশ কাপ্তানের কন্ঠে।
ম্যাচ পরবর্তীতে মাশরাফি বলেন, ‘মিঠুন রানের মধ্যে আছে। এটা অবশ্যই ইতিবাচক তবে আমাদের টপ অর্ডারকে আরও অনেক বেশি রান করতে হবে। মুস্তাফিজ ভালো বল করেছে, এই ম্যাচ থেকে এর বেশি ইতিবাচক কিছু নেই আমাদের জন্য। আমাদের দলগতভাবেই খেলতে হবে।। দুই ম্যাচেই আমাদের রান ২২০-২৩০ যেটা হওয়ার কথা ২৭০-২৮০। আমাদের জুটিগুলোও ৩০-৩২ না হয়ে ৬০-৭০ রানের করতে হবে। এখনো একটা ম্যাচ বাকী আছে আশা করি আমরা সামনে ভালো কিছু করতে পারবো।’