

শুরু হয়েছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি। যেখানে আগের ম্যাচ হারের ফলে সিরিজ বাঁচাতে হলে আজ আটকাতে হবে কিউইদের জয়। এমন ম্যাচে শুরুতেই অবশ্য টস ভাগ্যটা কথা বলেনি বাংলাদেশের হয়ে। টস হেরে শুরুতেই সফরকারীদের ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়াসন।

প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড দল আজ একটা পরিবর্তিত এনেছে নিজেদের একাদশে, মিশেল স্যাটনারের পরিবর্তে একাদশে সুযোগ মিলেছে ট্রড অ্যাস্টেলের। তবে আজকের ম্যাচে নিজেদের দলে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ, আস্থা রেখেছে প্রথম ম্যাচের একাদশের উপরেই।
Toss news! Captain Kane has won it and decided to bowl first… Todd Astle plays today for Santner while Bangladesh is unchanged #NZvBAN pic.twitter.com/oLkQ5aVex5
— BLACKCAPS (@BLACKCAPS) February 15, 2019
এমনিতে কিউইদের মাটিতে কেন উইলিয়ামসনদের বিপক্ষে অতীত রেকর্ডটা একেবারেই সুখকর না বাংলাদেশের জন্য, তার উপর আবার সিরিজের শুরুতেই চোটে কারণে হারাতে হয়েছে টাইগারদের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। এমতাবস্থায় সিরিজের প্রথম ম্যাচ হেরে কিছুটা আত্মবিশ্বাস খোয়ানো মাশরাফি মর্তুজার দল আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে চায়বে ম্যাচটা নিজেদের করে নিয়ে সিরিজে ফিরতে। উল্টো চাওয়া কিউইদের, এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের কাজটা সেরে রাখতে চায়বে স্বাগতিকরা।
বাংলাদেশ দলের একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের একাদশঃ মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, ট্রড অ্যাস্টেল, ম্যাট হেনরি, লকি ফারগুসন, ট্রেন্ট বোল্ট।