সাব্বির থাকবে নাকি রুবেল আসবে?

sabbir
Vinkmag ad

প্রথম ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পাওয়া। দ্বিতীয় ম্যাচে আরও একটি চ্যালেঞ্জ যোগ হয়েছে। এবার টাইগারদের সামনে কিউইদের মাটিতের প্রথম ম্যাচ জয়ের সঙ্গে যোগ হয়েছে সিরিজে সমতায় ফেরার চ্যালেঞ্জ। আগামীকাল ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। বড় ধরনের পরিবর্তন না হলেও একটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। পরিবর্তন হলে সাব্বিরের স্থানে সেরা একাদশে আসবেন পেসার রুবেল হোসেন। 

278683

প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড অপরিবর্তিত দল নিয়িই মাঠে নামবে। বাংলাদেশও এক ম্যাচ হেরেই একাদশে পরিবর্তন আনবে এমন ভাববার কারণ নেই। তবে দলে আসতে পারে পরিবর্তন। টাইগার দলের সেরা গতিময় পেসার রুবেল হোসেন। বিশ্বকাপের আগে কিউইদের মাটিতে তাকে ঝালিয়ে নেওয়ার ব্যাপারটাও মাথায় থাকবে দলের। তাছাড়া ম্যাচ ঘুরানোর মতো একজন পেসারের অভাবের কথাও বলেছেন মাশরাফি।

বোলিং শক্তি বাড়াতে রুবেল হোসেনকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাব্বির রহমানের জায়গায় রুবেলের দলে আসার সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে তামিম ইকবাল আর লিটন দাস প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তাঁদের ওপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে ভালো কিছু করার ইঙ্গিত দেওয়া সৌম্য সরকার যথারীতি তিনে। এরপর মুশফিক, মিঠুন ও মাহমুদউল্লাহর জন্য ছয় নম্বর পর্যন্ত জায়গা বরাদ্দ নিশ্চিত।

285608

আগের ম্যাচে সাত নম্বরে সাব্বির ব্যর্থ হলেও নয় নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তাই আগামীকালের ম্যাচে মিরাজকে সাতে খেলিয়ে আটে সাইফউদ্দিনকে নামানোর চিন্তাভাবনা করছে ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে বাড়তি বোলার হিসেবে রুবেল দলে আসতে পারেন। এর পরের জায়গাগুলোতে অধিনায়ক মাশরাফি ও মুস্তাফিজুর রহমান।

তবে সাব্বির দলে থাকলে দ্বিতীয় ওয়ানডেতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

Rubel 1 Copy

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান/রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের সম্ভব্য একাদশঃ মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফারগুসন, ট্রেন্ট বোল্ট।

97 Desk

Read Previous

আইপিএলে নিষিদ্ধ করা হোক পন্টিংকে, দাবি ওয়ার্নের!

Read Next

টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
4
Share