তুরস্কের দুই ক্রিকেটার এলেন পিএসএল মাতাতে

PSL
Vinkmag ad

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগ ( পিএসএল) ২০১৯এর। ইসলামাবাদ ইউনাইটেড লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে চতুর্থ আসর। এদিকে গতকাল এক চমক খবর দিলেন জালমির মালিক জাবেদ আফ্রিদি। চলতি পিএসএল মাতাতে যোগ দিচ্ছেন তুরস্কের দুই ক্রিকেটার। যার ফলে এই প্রথম ফ্রাঞ্চাইজি লিগে দেখা যাবে কোন তুর্কি ক্রিকেটারকে।

DzW 5fWXQAEx qP

পেশোয়ারা জালমির মালিক জাবেদ আফ্রিদি ও পেশোয়ার জালমি টুইটবার্তায় জানিয়েছে,

‘পিএসএলে তৃতীয় আসরে চমক দিয়েছিল চাইনিজ ক্রিকেটার। এ বছর চমক হিসেবে আমরা তুরস্ক থেকে মেহেমেট ও গোখনকে এনেছি।’

উচ্ছ্বসিত জাবেদ আফ্রিদি স্বাগত জানান দুই তুর্কিকে। তিনি যোগ করেন, জালমি পরিবারের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আশা করি, আসছে দিনগুলোতে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান জানিয়ে দেবে।

আজ দিনের দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিটোরিয়াসের মুখোমুখি হবে পেশোয়ার জালমি।

image 112770

পাকিস্তানের টুর্নামেন্টটির এবারের আসরে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। এরআগে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছেন পিএসএলে। কিন্তু এবার নিউজিল্যান্ড সফর থাকায় টুর্নামেন্টটিতে অংশ নিতে পারেননি কোনো বাংলাদেশি ক্রিকেটার।

বাংলাদেশি কেউ না থাকলেও পিএসএলের এই আসরও মাতাবেন বিশ্বের নাম করা ক্রিকেটাররা। যার মধ্যে সবচেয়ে বড় নাম দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এবারই প্রথম পাকিস্তানের এই টুর্নামেন্টটি খেলবেন টি-টোয়েন্টি মাতানো এই তারকা। ডি ভিলিয়ার্স ছাড়াও এবারের পিএসএল মাতাবেন শেন ওয়াটসন, রাইলি রুশো, আহমেদ শেহজাদ, সুনীল নারাইন, লরি ইভান্স, নিকোলাস পুরান, লিয়াম ডওসন, কলিন মুনরো, সিকান্দা রাজা, রবি বোপারাসহ দেশ-বিদেশি ক্রিকেটাররা।

97 Desk

Read Previous

‘অনেক হয়েছে, এবার যু-দ্ধক্ষেত্রে আলোচনার সময় এসেছে’

Read Next

‘সাকিব ভাই থাকলে অবশ্য অন্য হিসাব, আত্মবিশ্বাস বেশি পেতাম’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share