‘ব্যাটসম্যানের মাথায় বল মারতে দারুণ মজা পাচ্ছি’

dale styen
Vinkmag ad

২০৪৮! এই ভয়ংকর বোলিং ফিগার ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের। স্টেইনের তোপে ধসে পড়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। স্বাগতিকদের ২৩৫ রানে আটকে ফেলেও শ্রীলঙ্কা লিড নিতে পারেনি এই পেসারের মারাত্মক বোলিংয়েই। ম্যাচ শেষে ফুরফুরে মেজাজেই স্টেইন বললেন, ‘ব্যাটসম্যানের মাথায় বল মারতে দারুণ মজা পাচ্ছি’। দুই বছর বাইরে থাকার পরে আবার মাঠে নামার সুযোগ পাওয়াটা আশীর্বাদের মতোই মানছেন স্টেইন।

271662

দক্ষিন আফ্রিকার অন্যতম সেরা গতিতারকা স্টেইন। ব্যাটসম্যানদের মাথায় বল মেরেই যেন স্টেইনের সুখ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা গতি দানব স্টেইন বললেন,

‘এভাবে উইকেট পেতে দারুণ মজা লাগছে। ব্যাটসম্যানের মাথায় বল মারতেও দারুণ মজা পাচ্ছি। তবে অবশ্যই চাইব, গুরুতর কিছু যেন না ঘটে।’

285661

নির্দিষ্ট করে বললে স্টেইন-গানেই শেষ লঙ্কানদের লিড নেওয়ার স্বপ্ন। লঙ্কানদের দুইশ’র নিচেই গুঁড়িয়ে দিতে বর্ষীয়ান ডেল স্টেইন ৪৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। দিনের খেলা শেষে স্টেইন আরও বলেছেন,

‘দুই বছর বাইরে থাকার পরে আবার মাঠে নামার সুযোগ পাওয়াটা আশীর্বাদের মতো। আজ ৪ উইকেট নেওয়ার পরে আমি বিশ্রাম নিতে পারতাম। ফাইন লেগে দাঁড়িয়ে থাকতে পারতাম। কিন্তু আমি সেটা করতে চাইনি।’

277248

বৃহস্পতিবার ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তার বোলিং দাপটে ১৯১ রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা। ৪৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন ডেল স্টেইন। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের শুরু থেকে মাঝের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ৩৫ বছর বয়সী এই পেসার। লাহিরু থিরিমানেকে শূন্য রানে ফিরিয়ে শুরু, এরপর একে একে  ওশাডো ফার্নান্ডো, কুশল পেরেরা এবং সুরঙ্গা লাকমলের উইকেটও নিয়েছেন স্টেইন।

এর সঙ্গে ৪৩৭ উইকেট নিয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকায় কিংবদন্তি কপিল দেবকে (৪৩৪) পেরিয়ে এখন তিনি সাত নম্বরে। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডেরও উইকেট সংখ্যা এখন স্টেইনের সমান। বর্তমানে ব্রড তালিকার অষ্টম স্থানে রয়েছেন। পরের অবস্থানে থাকা কপিলের ঝুলিতে আছে ৪৩৪টি উইকেট। ৮০০ উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

97 Desk

Read Previous

‘ডাবল সেঞ্চুরি’র সীমানায় মুশফিক

Read Next

‘অনেক হয়েছে, এবার যু-দ্ধক্ষেত্রে আলোচনার সময় এসেছে’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share