

বিগ ব্যাশ থেকে বিপিএল মাতাতে বাংলাদেশ এসেছিলেন নেপালি লেগ স্পিনার স্বন্দ্বীপ লামিচানে। তবে নিজ দেশের আন্তর্জাতিক ম্যাচ থাকাতে টুর্নামেন্টের মাঝ পথে দেশে ফিরতে হয় তাকে। যতদিনে নিজের আন্তর্জাতিক অধ্যায়ের পর্ব শেষ হয়েছে, ততদিনে বিপিএল থেকে ছিটকে গেছে লামিচানের দল সিলেট সিক্সার্স। তাইতো সেখান থেকে আবার বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়াতে পাড়ি দিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ এক ম্যাচ জিতিয়ে দলকে ফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

হারলেই বিদায় বলতে হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিজ অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের চলতি মৌসুমকে। গত ১০ ফেব্রুয়ারি এমন এক ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হয়েছিলো টুর্নামেন্টের দল মেলবোর্ন স্টারস। সেই ম্যাচে স্বন্দ্বীপ লামিচানের অসাধারণ বোলিং নৈপুণ্যে (৩ ওভার ৪ বল থেকে ১১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট) ৯৪ রানে ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করে ম্যাক্সওয়েলের দল। সেমিফাইনালে আজ তারা হোবার্ট হারিকেনসকে ৬ উইকেটে হারিয়ে উঠে গেছে ফাইনালে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দল হোবার্ট হারিকেনসের বিপক্ষে আজ টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন মেলবোর্নের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। টসে হেরে ব্যাট করতে নেমে বেন ম্যাকডরমটের ৫৩ রানের সাথে জর্জ বেইলির ৩৭ ও ডার্চি শর্টের ৩৫ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৩ রানের সংগ্রহ পায় টুর্নামেন্টের গতবারের ফাইনালিস্ট হোবার্ট হারিকেনস।
১৫৪ রানে জবাবে ব্যাট করতে নেমে অবশ্য খুব বেশি বেগ পেতে হয় লামিচানের দলকে। অধিনায়ক ম্যাক্সওয়েলের অপরাজিত ৪৩ রানের সাথে পিটার হ্যান্ডকম্বের ৩৫ ও সেব গচের ৩৩ রানের ছোট ছোট ইনিংসের উপর ভর করে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন স্টারস।
এই জয়ের ফলে বিগ ব্যাশের অষ্টম আসরের ফাইনাল নিশ্চিত করেছে মেলবোর্ন স্টারস। এই নিয়ে দ্বিতীয় বারের মত ফাইনালে উঠলো দলটি। তবে দলকে সেমিফাইনালে তোলার নায়ক লামিচানে সুবিধা করতে পারেননি এই ম্যাচে। নিজের কোটার ৪ ওভার বল করে ৩১ রান খরচাতে থেকেছেন উইকেট শূন্য।