

সিরিজের ১ম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করা নিউজিল্যান্ড ব্যাটে বলে খেলেছে সেরা ক্রিকেটই। যেভাবে জেতার পর দলের অধিনায়ক তুলতে পারেন তৃপ্তির ঢেকুর, ঠিক সেভাবেই কাল নেপিয়ারে বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড। পুরো ম্যাচেই ছিলো কিইউদের কতৃত্ব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সতীর্থদের প্রশংসা বন্যাতে ভাসালেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
ম্যাচের শুরু থেকেই বিপাকে পড়ে টস জিতে ব্যাট করা বাংলাদেশ। ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে ফেলা সফরকারী দল মোহাম্মদ মিঠুনের লড়াই করা ফিফটিতে ভর করে মান বাঁচানো ২৩২ রানের স্কোর করে। বলা যায় ম্যাচ তখনই শেষ। মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলরের মত ব্যাটিং লাইন আপের কাছে এটা সহজে তাড়া করার মত রানই ছিলো। সেক্ষেত্রে বলা যায় ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন কিইউ বোলাররাই।
ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসনের তোপেই যে ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। আর এমন বোলিংয়ের পর সতীর্থ বোলারদের প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসনও, তার মতে বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করে দিয়ে যাওয়াতেই ব্যাটসনদের জন্য সহজ হয়ে যায়।
এমন পারফরম্যান্সে দারুণ খুশি উইলিয়ামসন জানান প্রতিনিয়ত দলের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করে তিনি, ‘দারুণ পারফরম্যান্স ছিলো। বোলাররা তাদের কাজ আগেই করে দিয়েছে। আমরা দ্রুত উইকেট তুলতে পেরেছি এবং সেটা নিয়মিতই হয়েছে। আর এটাই আমরা সবসময় আশা করি।’
মার্টিন গাপটিলের ১১৬ বলে ১১৭ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে সহজ জয়কে করেছে আরও সহজ। ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে শতক হাঁকানো এই ব্যাটসম্যান কুড়িয়েছেন অধিনায়কের প্রশংসাও। উইলিয়ামসন গাপটিলের প্রশংসা করার পাশাপাশি কৃতিত্ব দিতে ভুলেননি বাকীদেরও, ‘মার্টিন দারুণ করেছে। দুর্দান্ত শতক হাঁকিয়েছ, বাকীরাও তাদের কাজ ঠিকঠাক করেছে।’
মাত্র কদিন আগেই ঘরের মাঠে ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারা নিউজিল্যান্ড টাইগারদের বিপক্ষে সিরিজ শুরু করেছে দাপুটে এক জয়ে। তাই পুরোনো হতাশা ঝেড়ে এমন জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান ব্ল্যাকক্যাপদের অধিনায়ক।