

নিজেদের ব্যর্থতায় ফল খারাপ হলে মন যতটা না খারাপ হয়, আম্পায়ারের ভুলে মাশুল দিতে হলে মন খারাপের সাথে রাগও হতে পারে। বুধবার একদিনেই দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা টেস্টে যত ভুল করেছে আম্পায়াররা, তা দুর্ভাগ্যই বলতে হয়। যার মাশুল বেশ ভালোভাবে চুকাইতে হলো শ্রীলঙ্কাকে।
ডারবান টেস্টের প্রথম দিনের প্রথম ওভার থেকেই আগুন ঝরাতে শুরু করেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো। নিজের প্রথম ওভারেই ফেরান দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগারকে। এক বল পরেই তুলে নিতে পারতেন হাশিম আমলার উইকেটটাও, কিন্তু বাধ সাধলেন বেশ কবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হওয়া আলিম দার। নিশ্চিত লেগ বিফোরের আবেদনে সাড়া তো দেনই-নি তার উপর তালগোল পাকিয়ে ফেলেছেন রিভিউ সংক্রান্ত আইনকানুনেও।
বিশ্ব ফার্নান্দোর বলে শ্রীলঙ্কার জোরালো আবেদন নাকচ করে দেওয়ার পর ১৩ সেকেন্ডের মাথায় রিভিউ নেয় লঙ্কান দলপতি করুণারত্নে। কিন্তু সেক্ষেত্রেও আলিম দারের নাকচ, এবার জানালেন রিভিউ নেওয়ার নির্ধারিত সময় শেষ। আইসিসির নিয়মানুসারে আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তের ১৫ সেকেন্ডের ভেতর রিভিউ নিতে হবে। কিন্তু টিভি ধারাভাষ্যকার স্পষ্টই জানালেন সময় শেষ হওয়ার আগেই রিভিও নিয়েছে শ্রীলঙ্কা।
অন্যদিকে সময় শেষ কিনা সেটা জানানোর নিয়ম তৃতীয় আম্পার ইয়ান গোল্ডের, এক্ষেত্রেও নিজেই মাঠে সিদ্ধান্ত দিয়ে আলিমদার যেন বিষয়টাকে করে তুলেছেন আরও বিতর্কিত। টিভি রিপ্লেতে পরিষ্কার ধরা পড়ে ওটা আউটই ছিলো।

অন্তত আমলার উইকেটটি নিয়ে বেশিক্ষণ আফসোস করতে হয়নি লঙ্কানদের। এবারও অবশ্য রিভিউর সাহায্য নিয়েই আম্পায়ারকে বুড়ো আঙুল দেখাতে হল। লাকমালের বলে আমলার ব্যাট ছুঁয়ে বল দ্বিতীয় স্লিপে তালুবন্দী হলেও আম্পায়ার জানালের নট আউট। সাথে সাথে রিভিউ আবেদন জানিয়ে বসলেন লঙ্কান দলপতি। ফলাফল আমলা ফিরলেন মাত্র ৩ রান করে। দক্ষিণ আফ্রিকাও হারিয়ে বসলো ৯ রানে ২ উইকেট।
তবে সেখানেই ক্ষান্ত যাননি আম্পায়াররা, ভুল করেছেন আরও একবার। এবার রিচার্ড ক্যাটলবরো সিদ্ধান্ত দেন শ্রীলঙ্কার পক্ষে। কুইন্টন ডি-ককের আর্ম গার্ড ছুঁয়ে ডিকওয়েলার হাতে পৌঁছানো বলটাকে এবার আউট বলে ঘোষণা দিয়ে বসেন তিনি। রিভিউ নিয়ে বেঁচে গিয়ে পরে দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করে আউট হন ডি কক।
ক্রিকেট মাঠে আম্পায়ারের ভুল নতুন কিছু নয় তবে প্রযুক্তির এই যুগে পরিষ্কার কিছু সিদ্ধান্ত নিয়ে যখন বিশ্বসেরা আম্পায়াররাই বিতর্ক সৃষ্টি করে, তখন ব্যপারটা দুঃখজনক হয়ে দাঁড়ায় ক্রিকেটের জন্যই। ক্রিকেট এমন একটি খেলা যেখানে একটা ভুল সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়ই।