

সেন্ট লুসিয়া টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে উদ্দেশ্য করে ‘সমকামী’ মন্তব্য করেছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে জো রুটের সাথে বেফাঁস মন্তব্য করার অপরাধে চার ম্যাচ নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ বোলার শ্যানন গ্যাব্রিয়েল। আজ বুধবার নিষিদ্ধসহ ৭৫ ভাগ ম্যাচ ফি জরিমানা এবং তিনটি ডিমেরিট পয়েন্ট তার নামে যোগ করে দেয় আইসিসি। এর আগে অবশ্য তাকে সকর্ত করেছিল আইসিসি।
জরিমানা কিংবা নিষিদ্ধ হওয়া বিষয়টি শ্যানন গ্যাব্রিয়েলের কাছে নতুন নয়। গত নভেম্বরেই বাংলাদেশ সফরে মিরপুর টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। ক্যারিবিয়ান ফাস্ট বোলার এবার নিষিদ্ধ হলেন চারটি ওয়ানডের জন্য। আনুষ্ঠানিকভাবে বিশদ ব্যাখ্যা না দিয়ে আইসিসি শুধু জানিয়েছে, আচরণবিধি ভাঙার শাস্তি এটি। তবে শাস্তিটি যে সমকামিতা নিয়ে মন্তব্যে, সেটি পরিস্কার।
সেন্ট লুসিয়ার টেস্টের তৃতীয় দিন মাঠের ভেতরেই উতপ্ত বাক্য বিনিময় হয় রুট ও গাব্রিয়েলের। যদিও আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি আর বেশি দূর এগোয়নি। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সাথে বাক-বিতান্ডায় জড়িয়ে অশালীন মন্তব্য করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গাব্রিয়েলকে সর্তক করেছিল ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার হলো নিষিদ্ধ’ই।
মাঠে গ্যাব্রিয়েল কী বলেছেন, সেটা জানা না গেলেও মাঠের আম্পায়ারদের তাঁকে সতর্ক করার ঘটনাতেই বোঝা গেছে, দোষটি ওয়েস্ট ইন্ডিয়ান পেসারেরই ছিল। রুট নিজে অবশ্য গ্যাব্রিয়েলের মন্তব্য নিয়ে বাড়তি কিছু বলতে চাননি। এমনকি ম্যাচ অফিশিয়ালদের কাছেও এ নিয়ে কোনো অভিযোগ করেননি।
আইসিসি টুইট করে গ্যাব্রিয়েলের সমালোচনা করেছে। সেখানে আচরণবিধির ২.১৩ আর্টিকেল ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে গ্যাব্রিয়েলের বিরুদ্ধে,
‘ম্যাচ আম্পায়ারদের তোলা এ অভিযোগ এখন ম্যাচ রেফারি জেফ ক্রো বিবেচনা করে দেখবেন। বাকি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আইসিসি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করবে না।’ আইসিসির ২.১৩ আর্টিকেলে ‘ব্যক্তিগত, অপমানজনক, বাজে বা আপত্তিকর ভাষা ব্যবহার’ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়।
নামের পাশে আগে থেকেই পাঁচটি ডিমেরিট পয়েন্ট ছিল গ্যাব্রিয়েলের। ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে পেয়েছিলেন তিন ডিমেরিট পয়েন্ট, গত বছর বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুটি। এবারের ঘটনায় পেয়েছেন আরও তিনটি ডিমেরিট পয়েন্ট।
সব মিলিয়ে তার ডিমেরিট পয়েন্ট হয়েছে আটটি, যা রূপ নিয়েছে চারটি সাসপেনশন পয়েন্টে। যেটির শাস্তি দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা। ওয়ানডে সিরিজই সামনে বলে তা কার্যকর হবে ওয়ানডেতে।