যেই পরাজয়ের ‘ব্যাখ্যা’ নেই মাশরাফির কাছে

1550049616181
Vinkmag ad

এমন হারের ফলে আর যাইহোক কোনো দোহাই চলে না, দোষ চাপানো যায় না কন্ডিশনের গায়েও। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথটা ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে তেমনটা করলেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। ব্যাট-বলে সমান ভাবে পরাস্ত হওয়া টাইগারদের দলপতি ম্যাচ শেষে বললেন এই হারের অজুহাত হয় না কোনো।

IMG 20190213 151923
ছবিটাকে বাংলাদেশ দলের প্রতীকী হিসাবে ধরে নেওয়া যায়

নেপিয়ারের ব্যাটিং সহায়ক উইকেটে টসে জিতে যোগ্য কাজটাই করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নিয়েছিলেন ব্যাটিং। তবে নেতার সেই মানটা রাখলেন কই টাইগার ব্যাটিং লাইন আপের টপ অর্ডার ব্যাটসম্যানরা! তাতে অবশ্য দায়টা খুব বেশি দেওয়ার সুযোগ নেই তামিম-লিটনদের, বোল্ট-ফার্গুসনদের গতির কাছে ধরাশায়ী হতে রীতিমত বাধ্য হয়েছেন তারা।

এই উইকেটে যে দাঁড়িয়ে গেলেই রান করা কতটা সহজ তা দেখিয়ে দিলেন সফরকারীদের দুই ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন। তাতে লাভ হয়নি খুব বেশি, ক্ষতি যা হবার তা হয়ে গেছে ৪২ রানে ৪ ও দলীয় ৭১ রানে ৫ উইকেট হারানোর পরেই। এরপর চেষ্টা ছিলো একটা সম্মানজনক স্কোরের, এখানে অবশ্য সফলই বলতে হবে বাংলাদেশকে। ৭১ রানে নির্ভরযোগ্য ৫ ব্যাটসম্যানের বিদায়ের পরেও মিঠুনের ৬২ রানের সাথে মিরাজের ২৬ ও সাইফউদ্দিনের ৪১ রানের সুবাদে নিজেদের ইনিংসের সংগ্রহ দাঁড় করানো গেছে ২৩২ রানে।

দিন দুয়েক আগেই ভারতের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে যেই নিউজিল্যান্ড ২১২ রানের পাহাড় জমা করেছিলো তাদের কাছে ৫০ ওভারি ম্যাচে ২৩৩ রান এক প্রকার নস্যিই বলা যায়। তবে ফরম্যাটের সাথে প্রতিপক্ষও যেখানে ভিন্ন, সেখানে হয়তো টাইগারদের কিছু পাড় সমর্থক আশা জাগিয়ে রেখেছিলেন খানিক। তবে তৈরি হওয়ার আগেই স্বপ্নে জল ঢেলে দিয়েছেন চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই দলে ফেরা কিউইদের ওপেনার মার্টিন গাপটিল, ছেলেখেলা করেছেন বাংলাদেশি বোলারদের নিয়ে।

DzRZU8tU0AAiVna
ম্যাচে বাংলাদেশ দল এমন উপলক্ষ তৈরি করতে পেরেছে মোটে দুই বার

গাপটিলের ১৫ তম ওয়ানডে শতকের দিনে হ্যানরি নিকোলাসের ৫৩ ও রোস টেইলরের অপরাজিত ৪৫ রানের কল্যাণে ৩৩ বল ও ৮ উইকেট হাতে রেখে হেসে-খেলে জয় তুলে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

ম্যাচে এমন ভরাডুবির পর হারের কারণ দর্শাতে যেয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বললেন এই হারের ব্যাখ্যা হয়না কোনো, ‘এইটা আসলেই কঠিন ছিল। ব্যাটিংয়ে আমাদের সংগ্রাম করতে হয়েছে, শুরুতেই বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিলাম। তারা ভালো বল করেছে তবে আমরা তুলনামূলক বেশি উইকেট দিয়ে এসেছি।’

280795 1
আজ বল হাতে নিজেও বিবর্ণ ছিলেন মাশরাফি

তিনি আরও যোগ করেন, ‘আসলে এমন হারের কোনো ব্যাখ্যা হয় না। যদিও এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে মিতে আমাদের এক সপ্তাহের মত সময় লাগবে, তবে এর জন্য আমরা কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। আমরা পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসবো। ব্যাটিংয়ে আমাদের বেশ মনোযোগী হতে হবে, একই সাথে বোলিং নিয়েও কাজ করতে হবে। যদিও আজ আমরা খারাপ বোলিং করিনি, তবে ২৩২ রান আটকে দিয়ে কষ্টসাধ্য।’

৯৭ প্রতিবেদক

Read Previous

গাপটিলের সেঞ্চুরি, হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

Read Next

জন্টি রোডসের চোখে আধুনিক ক্রিকেটের ‘সেরা পাঁচ’ ফিল্ডার

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share