ছবিতে ছবিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

bangladesh 4
Vinkmag ad

সিরিজের প্রথম ওয়ানডেতে আজ নেপিয়ারে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে যে কাজটা খুব কঠিন মনে হচ্ছিল, সেটিই গাপটিল অনায়াসে করে দেখালেন। মার্টিন গাপটিল করেছেন অপরাজিত ১১৭ রান। নিউজিল্যান্ডকে মোটেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারল না বাংলাদেশ। কিউইরা মাশরাফিদের বেশ স্বচ্ছন্দেই উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ০ ব্যবধানে এগিয়ে গেল।

ছবিতে দেখুন ম্যাচের উল্লেখযোগ্য অংশ—

DzQh5p8WoAAKM79
ট্রফি হাতে দুই অধিনায়ক হাসছেন
DzPn6 2UYAAjkKZ
ম্যাচের আগে প্রস্তুতিতে সেজেছে ম্যাকলিয়ন পার্ক
DzPuiuYVsAA43nz
টস জিতেছে অধিনায়ক মাশরাফি
285588
শুরুতেই লিটন বোল্ড!
285589
বোল্টের বাউন্সারে হেলমেটে আঘাত পাওয়ার পরই যেন মনযোগটা নড়ে গেল তার
285591
বোল্টের দ্বিতীয় শিকার মিডল অর্ডারের ব্যাটিং-স্তম্ভ মুশফিকুর রহিম
DzQWly2WkAUcgct
উড়ছেন কেন, প্র​তিটা বলে মরণপণ ঝাঁপিয়ে লড়াই করছে নিউজিল্যান্ড
DzQSlIKWsAAhHgQ
সাব্বিরকে অবশ্য খানিকটা বেনিফিট অব ডাউট দেওয়া যায়
DzQmp PUwAAIHTc
‘আনলাকি থার্টিনে’ পৌঁছার পর সামনের বুট ক্রিজে পিছলে ভারসাম্য হারিয়ে সাব্বির স্ট্যাম্পড হন
DzQbdPfUYAApcq2
গ্যালারিতেও নিউজিল্যান্ডের দাপট
DzQkOCQX4AA32mK
কিন্তু দারুণ এক লড়াই করে মিঠুনই বা কীভাবে আউট হলেন!
DzRZwPJV4AEEo0
বসন্তের দিনে নেপিয়ারের ম্যাকলিয়ন পার্কে নেমেছে সন্ধ্যা
285593
মিঠুনকে যোগ্য সঙ্গটা দিয়েছেন আসলে সাইফউদ্দিন
285604
ওপেনিংয়েই গাপটিল-নিকোলসের সেঞ্চুরি জুটি
DzRZU8tU0AAiVna
বাংলাদেশ ব্রেকথ্রু পেয়েছে মিরাজের বলে
DzRZHI4UcAAjWLJ
উইলিয়ামসন হয়েছেন এলবিডব্লিউ, মাহমুদউল্লাহকে সুইপের চেষ্টায় ব্যর্থ হয়ে
DzRZB4LVsAAB4ww
গাপটিল ভুলিয়ে দিয়েছেন সব স্মৃতি
285608
দলে একমাত্র লেগ স্পিনার সাব্বির রহমান
285598
স্ট্রাইক রেখে ঠিক রেখে স্বচ্ছন্দে খেলে গেলেন
285602
বাংলাদেশে বসন্তের প্রথম দিনটা ক্রিকেট দলের জন্য কেটেছে আক্ষেপেই
DzRbv8YVYAAL3eH
গাপটিলের দিনে সতীর্থ ব্যাটসম্যানরা শুধু তাঁকে সঙ্গে দিয়ে গেছেন
DzRWprrV4AAL0zr
গাপটিল আঘাতে নেপিয়ারে বাংলাদেশের রোদনভরা বসন্ত
285610 1
২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন, চার বছর পর আবারও সেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করলেন
DzRcS zU8AAnBYY
৪৪.৩ ওভার পর্যন্ত খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মার্টিন

১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে বাংলাদেশ কোন চেহারায় আবির্ভূত হয়, সেটিই দেখার।

97 Desk

Read Previous

সালাহউদ্দিন শোনালেন অধিনায়কত্ব নিয়ে তামিমের ‘তিক্ত’ গল্প

Read Next

আবারো নিষিদ্ধ হলেন গ্যাব্রিয়েল

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share