

নেপিয়ারের ম্যাকলিয়ন পার্কে আজ শুরু হলো নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। টসে জিতে যেখানে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। যদিও ৪২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
কিউইদের হয়ে আগে বল করতে আসেন ম্যাট হেনরি। শুরুর বলটি করেন শর্ট, লেগ সাইডে করা বলটি সহজেই চারে পরিণত করেন তামিম ইকবাল। ঐ ওভার থেকে আসে ৫ রান। তামিমের ব্যাটে আর রান আসেনি। পরের ওভারের দ্বিতীয় বলেই তামিমকে সাজঘরে ফেরানোর কাজ সারেন সুইং মাস্টার ট্রেন্ট বোল্ট। বোল্টের অফ স্টাম্পে পিচ করানো বল ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম, সামান্য আউট সুইং করা বল তামিমের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক টম ল্যাথামের গ্লাভসে।
তামিমের মতো চার দিয়ে রানের খাতা খোলেন সৌম্য সরকার। নিজের খেলা তৃতীয় বলে বোল্টের বল পুল করে স্কয়ার লেগ বাউন্ডারি দিয়ে সীমানা ছাড়া করেন সৌম্য। পরের ওভারে ম্যাট হেনরির বলে কাভার-পয়েন্ট অঞ্চল দিয়ে মারেন দর্শনীয় আরেক চার। বোল্টকে পরের ওভারে আবার সীমানা ছাড়া করেন সৌম্য। স্ট্রোকের পসরা সাজিয়ে বসা সৌম্য অবশ্য অনুপ্রাণিত করতে পারেননি ওপেন করতে নামা লিটন দাসকে। ম্যাট হেনরির বলে শেষ হয় লিটনের ৮ বলের অস্বস্তির ইনিংস। ৮ বলে লিটন রান করতে পারেন মাত্র ১।
৫ম ওভারেই ১৯ রানে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তাতে অবশ্য দমে যাননি সৌম্য। ৬ষ্ঠ ওভারে বোল্টকে মারেন টানা দুই চার। শর্ট বল ও প্যাড সোজা বল আসলেই শাসন করেছেন সৌম্য। ৭ম ওভারে ম্যাট হেনরির শর্ট বলের লেংথ আগেই অনুমান করে নিয়ে সৌম্য হাঁকান ৮৩ মিটারের ছক্কা। ঐ ওভারে মুশফিকুর রহিমের ব্যাট থেকেও আসে এক বাউন্ডারি। তবে ঐ অব্দিই। পরের ওভারে ট্রেন্ট বোল্টের বলে প্লেইড অন হন।
এক বল বিরতি দিয়ে ম্যাট হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হন সৌম্য। আউট হবার আগে ২২ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৩০ রান।
প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫০ রান।
বাংলাদেশের একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের একাদশঃ
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।