
নেপিয়ারের ম্যাকলিয়ন পার্কে আজ শুরু হলো নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। টসে জিতে যেখানে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
TOSS NEWS! @BCBtigers have won it and will bat first here at McLean Park 🏏 #NZvBAN pic.twitter.com/RmYZdgEf3V
— BLACKCAPS (@BLACKCAPS) February 13, 2019
দুই দলই নেমেছে এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। টাইগার একাদশে জায়গা হয়নি রুবেল হোসেনের।
বাংলাদেশের একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের একাদশঃ
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
এক নজরে নিউজিল্যান্ড ট্যুরের পূর্ণাঙ্গ সফরসূচিঃ
১ম ওয়ানডে— নেপিয়ার– ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (সকাল ৭টা)।
২য় ওয়ানডে— ক্রাইস্টচার্চ– ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ (ভোর ৪টা)
৩য় ওয়ানডে— ডানেডিন– ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (ভোর ৪টা)।
১ম টেস্ট— হ্যামিল্টন– ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (ভোর ৪টা)।
২য় টেস্ট— ওয়েলিংটন– ৮ মার্চ, ২০১৯ (ভোর ৪টা)।
৩য় টেস্ট— ক্রাইস্টচার্চ– ১৬ মার্চ, ২০১৯ (ভোর ৪টা)।