কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর যেমন হবে বাংলাদেশের রেটিং

বাংলাদেশ নিউজিল্যান্ড
Vinkmag ad

রাত গড়ালেই শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথমটা। যেখানে কিউইদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও একদিনের ক্রিকেটের র‍্যাংকিংয়ে এগিয়ে যাবার সুযোগ নেই টাইগারদের সামনে, তবে রেটিং পয়েন্টে ব্যবধান কমবে অস্ট্রেলিয়ার সাথে। আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হতে যাওয়া নতুন এই সিরিজের আগে দেখে নেওয়া যাক সিরিজ শেষে কেমন হবে বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট।

519A0246 1200x675
ফাইল ছবি

পঞ্চাশ ওভারি ক্রিকেট বর্তমানে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে ব্ল্যাকক্যাপসদের থেকে ১৮ রেটিং পয়েন্ট কম অর্থাৎ ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ দল।

এই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে আগের ৯৩ রেটিং পয়েন্টের সাথে যোগ হবে ৪ রেটিং পয়েন্ট। এর ফলে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় নিজেদের ঠিক উপরে থাকা অস্ট্রেলিয়ার সাথে রেটিং ব্যবধান কমে আসবে তিনে। একই সাথে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে এমন হারের কারণে ৪ রেটিং পয়েন্ট হারাবে কিউইরা। তবে এতে অবস্থানের পরিবর্তন ঘটবে না তাঁদেরও।

বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে রেটিং পয়েন্ট বাড়বে মাত্র ২, এতে আগের ৯৩ রেটিং পয়েন্টের সাথে ২ যোগ হয়ে দাঁড়াবে ৯৫ রেটিং পয়েন্টে যেয়ে। এতে অস্ট্রেলিয়ার সাথে টাইগারদের ব্যবধান কমে আসবে ৫ পয়েন্টে। বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ হারের ফলে ২ রেটিং পয়েন্ট হারাবে কেন উইলিয়ামসনের দল। এর ফলে তাদের রেটিং কমে দাঁড়াবে ১০৯ এ।

রুবেল 1

যদি কিউইদের বিপক্ষে ১-২ ব্যবধানে হারে বাংলাদেশ দল, তাহলে নড়চড় হবে না রেটিং পয়েন্টে। অর্থাৎ ৯৩ রেটিং নিয়ে সিরিজ শেষ করবে টাইগাররা। একই পরিণতি হবে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও, সিরিজ শুরু করা সময় থাকা ১১১ রেটিং পয়েন্টই থেকে যাবে ব্ল্যাকক্যাপসদের।

০-৩ ব্যবধানে সিরিজ হারলে নিজেদের থেকে ৩ রেটিং খোয়াতে হবে টিম টাইগারদের, সেক্ষেত্রে র‍্যাংকিংয়ে নিচে নেমে না গেলেও আগে থাকা অস্ট্রেলিয়ার সাথে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১০ এ। একই সাথে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর স্বাগতিক নিউজিল্যান্ডের খাতাতে যুক্ত হবে ১ রেটিং পয়েন্ট, আর এতেই ১১২ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে তিনে উঠে যাবে নিউজিল্যান্ড।

৯৭ প্রতিবেদক

Read Previous

‘বিপিএল খেলোয়াড়দের শরীরের ওপর যথেষ্ট প্রভাব রেখে গেছে’

Read Next

ম্যাকলিয়ন পার্কে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share