মাথায় বলের আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ভারতীয় ক্রিকেটার

ডিন্ডা
Vinkmag ad

সপ্তাহ দুয়েক আগে অস্ট্রেলিয়া ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বাউন্সারে কাঁধে (পেছনের দিকে) আঘাত পেয়েছিলেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। আঘাত পেয়ে তৎক্ষণাৎ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। তবে এবার কোনো ব্যাটসম্যান নয়, মাথায় বলের আঘাত পেয়েছেন ভারতীয় বোলার অশোক ডিন্ডা। অবস্থা বেগতিক দেখে পরবর্তীতে তাকেও নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।

image 1
আঘাত পাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আশোক ডিন্ডা

ভারতীয় রাজ্য দল বাংলার সামনে মুশতাক আলি চ্যাম্পিয়নশিপ। সেই উপলক্ষ্যেই টি-টোয়েন্টি প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন ডিন্ডারা। ব্যাটসম্যান বীরেন্দ্র বিবেক সিংয়ের মারা একটা বল ‘কট অ্যান্ড বোল’ করার জায়গায় ছিলেন ডিন্ডা। তখনই ক্যাচ ধরতে গিয়ে হাত ফসকে বল এসে তাঁর মাথায় সজোরে আঘাত করে। চোট পেয়েই মাঠে লুটিয়ে পড়েন ভারতীয় এই পেসার।

দেখুন ডিন্ডার মাথায় বলের আঘাত লাগার সেই ভিডিওঃ

কিছুক্ষণের মধ্যেই কোলকাতার এক বেসরকারি হাসপাতালে সি টি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় ডিন্ডাকে। বাংলার ফিজিও পার্থিব প্যাটেল জানিয়েছেন, স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক। তিনি বলেন, ‘যে ডাক্তার ডিন্ডাকে দেখেছে তিনি জানিয়ে দিয়েছেন ভয়ের কারণ নেই। সব রিপোর্ট স্বাভাবিক। যত দিন না পুরো সুস্থবোধ করছে, ওকে পর্যবেক্ষণে রাখা হবে।’

ডিন্ডার চোটে আতঙ্ক তৈরি হয়েছিল গোটা শিবিরে। ব্যাটিং উপদেষ্টা ভিভিএস লক্ষ্মণও দৌড়ে গিয়েছিলেন বঙ্গ পেসারের কাছে। উদ্বেগ তৈরি হয়েছিল কোচ অরুণ লালের মধ্যেও। অরুণ বলেন, ‘খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মাথায় বল লাগার শব্দ মাঠের বাইরে থেকেও পাওয়া গিয়েছে। আমরা ভেবেছি রক্তপাত হতে পারে। কিন্তু দেখলাম স্বাভাবিক ভাবেই কথাবার্তা বলতে পারছে।’

ashok dinda 660 101712080143
ভারতের জার্সিতে ভিরাট কোহলির সাথে অশোক ডিন্ডা

প্রসঙ্গত, ২০১১ সালে শেষবার মুশতাক আলি ট্রফি জেতে বাংলা। শেষ এক দশকেরও বেশি সময় ধরে দলটির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন ডিন্ডা। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ডিন্ডা ভারতের হয়ে ১৩ টি ওয়ানডে ও ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আগামী ২১ ফেব্রুয়ারি কটকের বারাবটি স্টেডিয়ামে মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বাংলা।

৯৭ প্রতিবেদক

Read Previous

গ্যাব্রিয়েলকে রুটঃ ‘সমকামী হওয়াটা দোষের নয়’

Read Next

সাকিবের চোটে কপাল পুড়বে রুবেলের?

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share