
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে স্বাগতিক উইন্ডিজ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে উইন্ডিজরা। তৃতীয় টেস্টে অবশ্য মাঠের লড়াইয়ে এগিয়ে জো রুটের ইংল্যান্ড। মাঠের লড়াইয়ের সাথে কথার লড়াইও জমে উঠেছে।
মাঠের ভিতর উত্তপ্ত বাক্য বিনিময় হয় জো রুট এবং শ্যানন গ্যাব্রিয়েলের মধ্যে। তবে রুট ছাড় পেলেও নিজের অশালীন মন্তব্যের জন্য আম্পায়াররা সতর্ক করলেন ক্যারিবিয়ান ফাস্ট বোলারকে।
যদিও স্টাম্প মাইকের বদৌলতে জো রুটের শ্যানন গ্যাব্রিয়েলের উদ্দেশ্যে বলা কথা শোনা যায়, ঠিক কি বলেছেন শ্যানন গ্যাব্রিয়েল তা স্পষ্ট নয়। গ্যাব্রিয়েলের উদ্দেশ্যে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে বলতে শোনা গেল, “সমকামী হওয়াটা দোষের নয়।” এবং এ কথা গোটাটাই ধরা পড়ে স্টাম্প মাইকে।
ঘটনার ভিডিও দেখুনঃ
— Alan Conduct (@misterc88) February 11, 2019
গ্যাব্রিয়েলের বলা কথা প্রসঙ্গে জো রুট সাংবাদিকদের বলেন, “মাঠে এমন কিছু কথা বলেন অনেকে যাতে পরে তাঁদের পস্তাতে হতে পারে। কিন্তু এ সব বিষয় মাঠের ভিতরেই থাকা উচিত।”
গ্যাব্রিয়েলের বিরুদ্ধে ওই বিতর্কিত মন্তব্য করলেও রুট বলেন, “এটা তো টেস্ট ক্রিকেট। আর গ্যাব্রিয়েল বেশ আবেগপ্রবণ, যিনি টেস্ট জেতার জন্য সব কিছুই চেষ্টা করছেন। গ্যাব্রিয়েল বেশ ভাল মানুষ। হার্ড ক্রিকেট খেলাটা পছন্দ করেন। ওর সঙ্গে লড়াইটা বেশ ভালই হয়েছে। এ সিরিজটাও ওর বেশ ভালই কাটল। এ নিয়ে ওর গর্ব করা উচিত।”
এ নিয়ে নালিশ এলে গ্যাব্রিয়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। দলের কোচ রিচার্ড পাইবাস বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনও নালিশ এখনো জমা পড়েনি। যদি গ্যাব্রিয়েল কোনও মন্তব্য করে থাকেন, তবে আমরা তার পর্যালোচনা করব। এবং তা যদি অবাঞ্ছিত হয়, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, তৃতীয় টেস্টের তিন দিন পার হয়েছে। সফরকারী ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে এগিয়ে আছে ৪৪৮ রানে। প্রথম ইনিংসে ২৭৭ রান করে অলআউট হয়েছিল ইংল্যান্ড, স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয় ১৫৪ রান করে। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩২৫ রান করেছে ইংল্যান্ড। ১১১ রান করে অপরাজিত আছেন ইংলিশ দলপতি জো রুট।