

বর্তমান সময় বিশ্ব ক্রিকেটে রাজ করছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। বাইশ গজে তার পদচারণা মানেই রেকর্ড বইতে নতুন কিছু সংযোজন। তবে ব্যাটসম্যান কোহলি এই মুহূর্তে সেরাদের কাতারে চূড়াতে উঠে বসলেও অধিনায়ক কোহলি নিজের কৌশলগত দিক থেকে পিছিয়ে আছেন খানিকটা, অন্তত এমনটাই মনে করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন কথা বলেছেন কোহলিকে নিয়ে। যেখানে বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে নেতা হিসেবে কৌশলগত দিক থেকে কোহলিকে খানিক পিছিয়েই রেখেছেন অজিদের সাবেক এই ক্রিকেটার। তবে একই সাথে তিনি জানিয়েছেন অধিনায়ক হিসাবে এই মুহূর্তে ভিরাটের ধারে কাছে কেউ নেই।
অধিনায়কত্ব, অধিনায়কত্বের কৌশল আর দলের ভালো নেতার মধ্যে পার্থক্য আছে জানিয়ে ওয়ার্ন বলেন, ‘নিঃসন্দেহে কোহলি ভারতীয় দলের দারুণ এক নেতা। কিন্তু নেতৃত্ব, নেতৃত্বের কৌশল আর দলের ভালো নেতার মধ্যে পার্থক্য আছে। আমি ভিরাটের দারুণ ভক্ত। আমি মনে করি সে ক্রিকেট খেলাটার জন্য দারুণ একজন প্রতিনিধি, দলকে নেতৃত্বও দেয় চমৎকার। তবে টিম পেইন কিংবা কেন উইলিয়ামসন কৌশলগত দিক দিয়ে ভালো অধিনায়ক।’
আর কয়েকটা দিন বাদেই ইংল্যান্ডের মাটিতে বসছে ক্রিকেটের মেগা আসর বিশ্বকাপ ক্রিকেট। ওয়ার্ন কথা বলাছেন সেটা নিয়েও। আসন্ন বিশ্বকাপে ফেভারিট দল বেঁছে নিতে গিয়ে সাবেক এই লেগ স্পিনার জানিয়েছেন ভারতের কথা, তবে স্বাগতিক দল হওয়াতে পিছিয়ে রাখছেন না ইংল্যান্ডকেও। একই সাথে নিষিদ্ধ দুই ক্রিকেটার স্মিথ আর ওয়ার্নার ফিরলে নিজ দেশ অস্ট্রেলিয়ার পক্ষেও বাজি ধরতে রাজি তিনি।

এই প্রসঙ্গে শেন ওয়ার্ন জানিয়েছেন, ‘এবারের বিশ্বকাপে ভারত আর ইংল্যান্ড ফেভারিট হিসাবে থাকবে। এই দুটি দল অনেক দূর যাবে, যদি নির্বাচকেরা সঠিক দলটি নির্বাচিত করতে পারে। যদি স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার দলে ফিরতে পারে, ভালো খেলতে মুখিয়ে থাকা এই দুজনের সঙ্গে যদি মার্কাস স্টয়নিস, শন মার্শ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা ভালো করতে পারে, তাহলে অস্ট্রেলিয়া অনেককেই চমকে দিতে পারে। আমি মনে করি অস্ট্রেলিয়া সেমিতে উঠবে বিশ্বকাপে।’