রুবেল-মুস্তাফিজের জন্য মরিসনের টোটকা

morrison
Vinkmag ad

বিপিএল শেষ করে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন ফিরেছেন নিউজিল্যান্ডে। বিপিএল কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রায়ই বাংলাদেশে আসার সুবাদে মরিসন বাংলাদেশের ক্রিকেট ভালোই জানেন। বাংলাদেশ দল ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে। এই সফরে বাংলাদেশ যদি ভালো করতে চায়, তাহলে আস্থা রাখতে হবে দলের পেসারদের ওপর। এমনটাই মানছেন ড্যানি মরিসন। চোটের কারণে বাংলাদেশ পেসার তাসকিন এই সফরে নেই শুনে হতাশই হলেন তিনি।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘ক্রিকবাজ’ এ দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেছেন ড্যানি মরিসন।

Danny Morrison

নিউজিল্যান্ডের সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনের মতে, কিউই কন্ডিশনে পেসাররাই মূল ভূমিকা রাখবে। জয় পেতে হলে পেসারদের জ্বলে ওঠা ছাড়া বিকল্প পথ নেই। সাবেক এই কিউই পেসার বললেন, ‘নিউজিল্যান্ডে সাফল্য পেতে দরকার পেসারদের’। রুবেল, মুস্তাফিজের ক্ষমতার যেন বেশ প্রশংসায় করলেন ড্যানি।

‘নিউজিল্যান্ডে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় দীর্ঘ এই সফরে ভালো করার জন্য যেমন পেস বোলিং বিভাগ দরকার, বাংলাদেশের তা রয়েছে। আমি জানি মুস্তাফিজ ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতেই বেশি পছন্দ করে, তবুও তার প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। রুবেলের গতি যথেষ্ট। দুই বছর আগেও রুবেলের ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও এখন সে নিজেকে বেশ গুছিয়ে এনেছে। বাংলাদেশের পেসারদের মধ্যেও বৈচিত্র্য আছে। তারা ভিন্ন ভিন্ন উচ্চতার। দুজন বাঁহাতি পেসারও রয়েছে। তারা বেশ ভালো সুইংও করতে পারে।’

278683

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা হবে কন্ডিশন নিয়ে। বিপিএলের বেশিরভাগ ম্যাচই হয়েছে মিরপুরের মন্থর উইকেটে। সেখানে টানা খেলে নিউজিল্যান্ডের গতিময় উইকটে নেমে বড় বিপদে পড়তে পারেন বাংলাদেশি ব্যাটসম্যানরা এমন শঙ্কা অনেকেরই। তবে নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে ভালো করতে হলে পেস বোলারদের সুইংনির্ভর হতে হবে বলে মনে করছেন ড্যানি মরিসন,

‘আমরা ধারাভাষ্যকারেরা সব সময় একটা কথা বলি, বোলিংয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ— লাইন আর লেংথ। এই দুটি বজায় রেখে বল করতে হবে। কীভাবে সুইং করাতে হয়, সেটা জানতে হবে। তিন টেস্টের দীর্ঘ সিরিজে পেসারদের ফিট থাকাটা একটা বিরাট চ্যালেঞ্জ। বাংলাদেশের পেসাররা কতটুকু ফিট থাকতে পারছে, প্রতিকূল পরিবেশে কীভাবে মানিয়ে নিয়ে দলের বোলিংয়ের হাল ধরতে পারছে – এসব কিছুর ওপরেই নির্ভর করবে সিরিজের ফলাফল। নিউজিল্যান্ডের দলটার দিকে দেখুন— টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্রান্ডহোমের মতো পেস বোলার আছে, যারা একে অপরের চেয়ে ভিন্ন। বোলিংয়ের এই বৈচিত্র্যই ম্যাচ জেতাতে সাহায্য করে। নিউজিল্যান্ডের আবহাওয়াও বৈচিত্র্যময়, বাংলাদেশের পেসারদের সে কথাটাও মাথায় রেখে নিজেদের মানিয়ে নিতে হবে।’

278853

বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলা পেসার খালেদ আহমেদের বোলিং বেশ মনে ধরেছে মরিসনের,

‘একটা পেসার আছে, খালেদ আহমেদ নাম, বেশ লম্বা করে। বিপিএলে ওর যেমন পারফরম্যান্স দেখলাম তাতে আমি মুগ্ধ হয়েছি। খালেদ আহমেদ বাংলাদেশের বোলিংয়ে আরও বৈচিত্র্য আনতে পারবে।’

mm 94 1548765920246

এবারের বিপিএলে তাসকিন ছিল বেশ দুর্দান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন। কিন্তু ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরের দল থেকে ছিটকে গেছেন তাসকিন। তাসকিনের চোট হতাশ করেছে মরিসনকে,

‘তাসকিন খেলতে পারলে বাংলাদেশের জন্য বেশ ভালো হতো। তাসকিনের জন্য এটা খুব হতাশার। তরুণদের এই ইনজুরি থেকে ফর্মে ফেরা খুবই কঠিন। নিউজিল্যান্ডে খেলার মতো পেসার সে। ’

১৩ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। শেষ হবে ২০ ফেব্রুয়ারি। এরপর শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট ৮ মার্চ আর সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ।

97 Desk

Read Previous

প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না মিরাজ

Read Next

যখন, যেখানে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share