

নিউজিল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত যে জায়গাটায় পিছিয়ে টিম বাংলাদেশ সেটি নিঃসন্দেহে পর্যাপ্ত প্রস্তুতি। অথচ গতকাল হাড্ডাহাড্ডি লড়াই করে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে হেরেও বাংলাদেশ দলের তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ বলছেন ম্যাচ খেলার জন্য প্রস্তুতিটা একদম খারাপ হয়নি। বরং ব্যাটে বলে দুর্দান্ত কিছু করে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী মিরাজ।

বিপিএল ব্যস্ততায় দেশ ছাড়ার আগে ঠিকভাবে নেওয়া হয়নি প্রস্তুতি। বিপিএল শেষেও তাসমান সাগর পাড়ে আগেভাগে পৌঁছাতে পারেনি দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। শঙ্কা দেখা গিয়েছিলো প্রস্তুতি ম্যাচের একাদশ সাজানো নিয়েও। এমন পরিস্থিতিতে গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচটিও খেলতে হয়েছে তামিম, মাশরাফিদের ছাড়াই। লড়তে লড়তে শেষ মুহুর্তে হেরেছে ২ উইকেটে দল হারলেও রিয়াদ, সাব্বিরদের রানে ফেরাটা অবশ্যই স্বস্তির খবর।
আর এমনটাই জানালেন দলের তরুন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, অন্তত কন্ডিশন বোঝার কথা চিন্তা করলেও মিরাজ বলছেন প্রস্তুতিটা বেশ কাজে দিবে, ‘আজকে (রোববার) ৫০ ওভারের ম্যাচ খেলা হয়েছে। সামনে ওয়ানডে সিরিজ
আজকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে নিউজিল্যান্ড কন্ডিশন বোঝা দরকার ছিল। সেই সঙ্গে আমাদের ব্যাটসম্যান বোলাররা কিভাবে খেলবে তা বোঝা উচিৎ ছিলো। সেটা ঠিকমত হয়েছে।’

মিডল অর্ডার ভালো করলেও হতাশ করেছে টপ অর্ডার। কিন্তু সময়ের সাথে সাথে ফর্মে ফিরবে সবাই এমনটাই ভাবনা মিরাজের। মিরাজ মানছেন এখানে যত দ্রুত পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবেন ততই নিজেদের লাভ। কারণ এবারের সফরটা বেশ লম্বা, ‘এখানে কন্ডিশনের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। কারণ আমাদের তিনটা ওয়ানডে এবং তিনটা টেস্ট আছে। যত তাড়াতাড়ি করতে পারি, সেইটা আমাদের জন্যই ভালো। এখানে যাদের আগে খেলার অভিজ্ঞতা তাছে তারা বেশ পরিশ্রম করছে, আমরাও পরিশ্রম করছি। সামনের ম্যাচগুলাতে এটা কাজে দিবে।’
এবারই প্রথম কিইউ কন্ডিশনে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। উল্লেখ্য আগামী ১৩ তারিখ নেপিয়ারে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে যাচ্ছে মিরাজদের। সফরে তিন ওয়ানডের পাশাপাশি খেলবেন তিনটি টেস্টও।