ডিপিএলের দলবদল ১৮ ফেব্রুয়ারি, সর্বোচ্চ মূল্য ২৮ লাখ

ডিপিএল
Vinkmag ad

হিসাব অনুযায়ী আগামীকাল (১২ ফেব্রুয়ারি) হবার কথা ছিল ডিপিএলের (ঢাকা প্রিমিয়ার লিগ) দলবদল। তবে তা হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারে থাকছে না আইকন ক্যাটাগরি। তাই গেলবারের মতো প্লেয়ার্স বাই চয়েজে সর্বোচ্চ মূল্য থাকছে ২৮ লাখ টাকা। গেলবার যা ছিল ৩৫ লাখ টাকা।

সিসিডিএম’র সদস্য সচিব আলি হোসেন এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘১২ তারিখ দলবদল হওয়ার কথা ছিল। তা এখন পিছিয়ে ১৮ই ফেব্রুয়ারি হবে। আমরা এখনো ক্রিকেটারদের তালিকা হাতে পাইনি। তবে যতটা বলতে পারি এবার সর্বোচ্চ মূল্য হতে পারে ২৮ লাখ টাকা।’

158977 s1

প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে খেলোয়াড়দের নিলামে সর্বনিম্ন মূল্য থাকবে ৩ লাখ টাকার মত।  ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াবে ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম সপ্তাহে। নিলামে থাকবে প্রায় ৩০০ জন ক্রিকেটারের নাম। যদিও এখনো চূড়ান্ত হয়নি তালিকা।

সিসিডিএম’র সদস্য সচিব বলেন, ‘এখনো তালিকা চূড়ান্ত হয়নি। প্রায় ৩০০ ক্রিকেটার থাকতে পারে ড্রাফটে (প্লেয়ার্স ড্রাফট)। আর জাতীয় দলের ক্রিকেটাররা এবার খেলতে পারবেন কিনা সন্দেহ আছে। কেউ যদি খেলতে চায় সুপার লিগেও খেলতে পারবে।’

আন্তর্জাতিক সূচির কারণে জাতীয় দলের ক্রিকেটারদের ডিপিএল খেলা হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। তবে ক্রিকেটাররা সূচি মিলিয়ে চাইলে সুপার লিগে খেলতে পারবে। ক্লাব ক্রিকেটের মর্যাদার আসর ডিপিএলে বিশ্বকাপে সুযোগ না পাওয়ারাও খেলার সুযোগ পাবেন।

Abahani win
ফাইল ছবি

আলি হোসেন বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটাররা কেউ যদি ফ্রি থাকে আর তাদের যদি কোনো ক্লাব নেয় তাহলে অবশ্যই খেলতে পারবে। টেস্ট দলের অনেকেই ফ্রি থাকবে, আবার বিশ্বকাপে যারা খেলতে পারবে না তাদের জন্যও সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে ক্লাবগুলো তাদের দলে টানলে খেলতে পারবে।’

আগের দল থেকে ৩ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো। একাধিক বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারলেও মাঠে খেলাতে পারবে কেবল ১ জন বিদেশি।

এই প্রসঙ্গে সিসিডিএম’র ভাষ্য আলি হোসেনের কণ্ঠে, ‘এবার প্রতিটি ক্লাব আগের বছরের দল থেকে তিনজন ক্রিকেটারকে রেখে দিতে পারবে। এ ছাড়াও একজনের বেশি বিদেশি মাঠে খেলাতে পারবে না। তবে বিদেশি ক্রিকেটার ইচ্ছামতো রেজিস্ট্রেশন করাতে পারবে ক্লাবগুলো।’

তথ্যসূত্রঃ মানবজমিন।

৯৭ ডেস্ক

Read Previous

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পরিবর্তনের ছড়াছড়ি

Read Next

প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না মিরাজ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share