

হ্যামিল্টনে সফরকারী ভারতের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টিতে জিতেছে বটে। তবে রানের পাহাড় গড়া কিউই ব্যাটসম্যানরা সহজে রান করতে পারেননি কুলদ্বীপ যাদবের বিপক্ষে। নিউজিল্যান্ড করেছিল ২১২ রান, তবে দুই কিউ ওপেনারকে ফেরানো কুলদ্বীপ ৪ ওভারে রান দিয়েছেন মোটে ২৬।
There’s a new No.2 bowler in T20Is!
See who made the big gains in the latest update to the @MRFWorldwide ICC T20I Rankings 👇https://t.co/V7Dtw4Prfy pic.twitter.com/5N3rVjHLF2
— ICC (@ICC) February 11, 2019
এই পারফরম্যান্স দিয়েই আইসিসি র্যাংকিংয়ে (টি-টোয়েন্টি) ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন কুলদ্বীপ যাদব। আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে এখন এই ভারতীয় স্পিনার। ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে কুলদ্বীপ। ৭৯৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি ১ নম্বরে আছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে পারফর্ম করা ইমাদ ওয়াসিম ঢুকেছেন বোলারদের র্যাংকিংয়ের সেরা পাঁচে। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে ৫ ধাপ এগিয়ে ৪ নম্বরে এখন ইমাদ ওয়াসিম। ইমাদ ওয়াসিমের ঠিক উপরে ৭২০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ইমাদের সতীর্থ শাদাব খান। ৫ ও ৬ নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছেন আদিল রশিদ ও অ্যাডাম জাম্পা।

৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে নিজের আগের অবস্থানেই (৭) আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেরা দশে নেই আর কোন বাংলাদেশি বোলার। এমনকি কেউ নেই সেরা ২০ এও। ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান।
র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের অবস্থান- (সেরা ৫)
৭. সাকিব আল হাসান (রেটিং পয়েন্ট ৬৫৮)
২৫. মুস্তাফিজুর রহমান (রেটিং পয়েন্ট ৫৭৯)
৪৯. মাহমুদউল্লাহ রিয়াদ (রেটিং পয়েন্ট ৪৫৮)
৫০. রুবেল হোসেন (রেটিং পয়েন্ট ৪৫৫)
৮২. নাজমুল ইসলাম অপু (রেটিং পয়েন্ট ৩৭৫)
ভারতের বাঁহাতি স্পিনার ক্রুউনাল পান্ডিয়া এক লাফে এগিয়েছেন ৩৯ ধাপ, আছেন ক্যারিয়ার সেরা অবস্থান ৫৮ নম্বরে। কিউই স্পিনার মিচেল স্যান্টনার চার ধাপ এগিয়ে আছেন ১০ নম্বরে। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার বেউরান হেন্ড্রিক্স উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৮১ নম্বর অবস্থানে। ক্রিস মরিস ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ২১ নম্বর অবস্থানে। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন আন্দিলে ফেলুকওয়ায়োও (১৫ ধাপ এগিয়ে ২৩ নম্বরে)। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ২৮ ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা ৪৮ নম্বর অবস্থানে।

ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দুইজনই এগিয়েছেন হালনাগাদকৃত র্যাংকিংয়ে। ৩ ধাপ এগিয়ে ৭ নম্বরে আছেন রোহিত, ১ ধাপ এগিয়ে ১১ নম্বরে ধাওয়ান। কিউই দলপতি কেন উইলিয়ামসন ১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে। রস টেলরের উন্নতি হয়েছে ৭ ধাপ, আছেন ৫১ নম্বরে। লম্বা লাফ দিয়েছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরা হওয়া টিম সেইফার্ট। ৮৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৮৩ নম্বর অবস্থানে আছেন সেইফার্ট।
দক্ষিণ আফ্রিকার দলপতি ফাফ ডু প্লেসিস ৩ ধাপ এগিয়ে এখন ১৭ নম্বরে। লম্বা লাফ দিয়েছেন রেজা হেন্ড্রিক্স, ৭৩ নম্বর থেকে এক সিরিজ শেষেই এখন ৪২ নম্বরে।

পাকিস্তানের বাবর আজম প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে ১৫১ রান করে ধরে রেখেছেন শীর্ষস্থান। তাঁর স্বদেশী হুসাইন তালাত ১৯ ধাপ এগিয়ে আছেন ৫৬ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সেরা ৩০ এ আছেন কেবল ১ জন বাংলাদেশি। ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে থিসারা পেরেরার সঙ্গে যৌথভাবে ৩০ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ। ৫১৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩৪ নম্বরে আছেন সাব্বির রহমান। হযরতউল্লাহ জাজাইয়ের সাথে যৌথভাবে ৩৬ নম্বরে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৫১৪। ৪৯৯ রেটিং পয়েন্ট নিয়ে মারলন স্যামুয়েলসের সঙ্গে যৌথভাবে ৩৯ নম্বরে তামিম ইকবাল।
৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান। ৩১৩ রেটিং নিয়ে ৩ নম্বরে মোহাম্মদ নবি, ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে ৪ এ মাহমুদউল্লাহ রিয়াদ।
দলীয় র্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে টপকে ৩ নম্বরে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ১ ও ২ নম্বরে আছে যথাক্রমে পাকিস্তান ও ভারত। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।