পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরবেন স্মিথ-ওয়ার্নার?

featured photo1 67
Vinkmag ad

আগামী মাসে দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূচিতে থাকা শেষ দুই ম্যাচের আগেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। তবে কি সিরিজের শেষ দুই ম্যাচে দেখা যাবে স্মিথ-ওয়ার্নারকে? সেটা অবশ্য নির্ভর করছে অজি বোর্ডের ওপরেই।

FB IMG 1546770670678
বিপিএলে খেলেছিলেন একে অন্যের বিপক্ষে

বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া দুই অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দলে ফেরার রাস্তাটা পাকিস্তানের বিপক্ষে সিরিজে পরিষ্কার হলেও তাদের দলে ফেরাটা এখনও অনিশ্চিত। কারণ সদ্য শেষ হওয়া বিপিএলে খেলে যাওয়া দুই অজি ব্যাটসম্যানই দেশে ফিরেছেন ইনজুরি নিয়ে। দুজনেরই শারিরীকভাবে ফিট হতে সময় লাগবে আরও কিছুদিন।

এমন অবস্থায় নিষেধাজ্ঞা উঠে গেলেও তড়িঘড়ি করে দলে ডাকবে কিনা সেটা বলা যাচ্ছেনা এখনই। কদিন আগেই অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার ইঙ্গিত দিয়েছেন হুট করেই দুজনকে দলে ভেড়ানোর সম্ভাবনা কম, কারণ নিষেধাজ্ঞা কাটিয়ে মানসিকভাবে ফিট হতে তারা কিছু সময় দিতে চান দুজনকে।

ঘোষিত সূচি অনুযায়ী সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৪, ২৭, ২৯ ও ৩১ মার্চ। অন্যদিকে নিষিদ্ধ দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞা উঠে যাবে ২৯ মার্চ, সেক্ষেত্রে বলাই যায় অন্তত আইনগত দিক দিয়ে সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে কোন বাঁধা থাকছে না তাদের।

smith bancroft
স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ফাইল ছবি

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যেয়ে বল বিকৃতি কান্ডে ফেঁসে গিয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন অজি অধিনায়কসহ তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এর পর থেকেই দিশেহারা হয়ে পড়েছে দেশটির ক্রিকেট। ঘর কিংবা ঘরের বাইরে, কোথাও পাচ্ছে না জুতসই সাফল্যের দেখা।

নিজেদের হারিয়ে খুঁজতে মরিয়া অজিরা তাদের দুই সম্পদ স্মিথ ও ওয়ার্নারকে পাকিস্তান সিরিজেই মাঠে নামাবেন কিনা সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

৯৭ প্রতিবেদক

Read Previous

গেলেন মাইকেল স্ল্যাটার, এলেন জন্টি রোডস

Read Next

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে মাশরাফি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share