• জুন ১০, ২০২৩

মিলসকে টপকে যাবার সুযোগ সাকিবের সামনে

featured photo1 29
Vinkmag ad

দুইটি দলের লড়াইয়ের পাশাপাশি চলে ব্যক্তিগত পারফরমেন্সে একে অপরকে পেছনে ফেলার শীতল যুদ্ধ। অনেকটা নীরবেই চলে রেকর্ডবুক বদলানোর এই খেলা। আজই যেমন বদলে যেতে পারে একটি রেকর্ড। একটি উইকেট পেলে সাকিব আল হাসান হয়ে যাবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইয়ে(ওয়ানডে) সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। পেছনে ফেলবেন এখন পর্যন্ত তার সমান উইকেট পাওয়া কিউই পেসার কাইল মিলসকে।

নিউলিল্যান্ডের হয়ে ১৭০ ওয়ানডে খেলে ২৪০ উইকেট পাওয়া কাইল মিলস বাংলাদেশের বিপক্ষে ১৭ টি ম্যাচে মাঠে নেমেছেন। ১৭ ম্যাচের ১৭টি ইনিংসেই বল করা কাইল মিলস টাইগার ব্যাটসম্যানদের আউট করেছেন ৩৩ বার। ইনিংসে একবারও ৫ উইকেট শিকার না করতে পারলেও ৪ উইকেটের দেখা পেয়েছেন ২ বার।

কাইল মিলসের সমান ৩৩টি উইকেট আছে সাকিব আল হাসানেরও। ৩৩টি কিউই উইকেট শিকার করতে যদিও বিশ্বসেরা অলরাউন্ডারকে খেলতে হয়েছে মিলসের চেয়ে ২টি ওয়ানডে বেশি। মিলসের মতো সাকিবেরও কোন ৫ উইকেট প্রাপ্তি হয়নি বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথে। তবে ইনিংসে ৪ উইকেট পেয়েছেন ৩ বার।

আজ ক্লনটার্ফে সাকিব আল হাসান নিশ্চয়ই চাইবেন মিলসকে টপকে যেতে। সেটা করতে সাকিবকে পেতে হবে একটিমাত্র উইকেট।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

সিরিজ চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে টাইগারদের দৃষ্টি র‍্যাংকিংয়েই

Read Next

পাইলটের মত সুজনও চান লিগ হোক ঠান্ডায়

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share