

বাইশ গজের খেলা ক্রিকেটে উদ্ভট সব উদযাপনের জন্য আলাদা সুখ্যাতি আছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের। মাঠের বাইরেও কম যান না, নাচ-গান আর আমুদেপনাতে মেতে থাকেন সারাক্ষণ। তাদের মধ্যে একজন ডোয়াইন ব্রাভো, ক্রিকেটের পাশাপাশি ‘চ্যাম্পিয়ন’ শিরোনামে এক গান গেয়ে মাতিয়েছিলেন বিশ্ব। এবার বের করেছেন সেই গানের দ্বিতীয় সংস্করণ, তাতে তারকা সব ক্রিকেটারদের পাশাপাশি রেখেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও ঢাকার নাম।

নিজের গাওয়া চ্যাম্পিয়ন গান দিয়ে বিশ্ব মাতানোর পর এবার তার দ্বিতীয় সংস্করণ নিয়ে হাজির ব্রাভো। একদম নতুন এই গানটির শিরোনাম দেওয়া হয়েছে ‘এশিয়া’ নামে। যেখানে মূলত এশিয়া ক্রিকেটের তারকা সব ক্রিকেটারদেরকে নিজের গানে স্থান দিয়েছেন উইন্ডিজের এই অলরাউন্ডার।
মূলত উপমহাদেশের তারকা ক্রিকেটারদের নিয়েই ডিজে ব্রাভোর এই গান। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে স্থান পেয়েছেন ক্রিকেটে নতুন আফগানিস্তানের ক্রিকেটারও।
দিন দুয়েক আগে গানটি প্রকাশ পেলেও ব্রাভো গানটির কম্পোজ শুরু করেছিলেন ২০১৭ সালে। সে সময়টায় হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিলের পুরো মৌসুম মিস করেছিলেন তিনি। সাকিবের সাথে এক মিনিট দৈর্ঘ্যের এই গানে জায়গা পেয়েছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি, দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কার কিংবদন্তী দুই ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
সাকিব, ভিরাট, ধোনি, সাঙ্গাকারা, জয়াবর্ধনের সাথে নিজের গানে ব্রাভো রেখেছেন পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদিকেও। একই সাথে ব্রাভোর গাওয়া ‘এশিয়া’ গানে আছে ক্রিকেট বিশ্বে নয়া পরাশক্তি বনে যাওয়া আফগানিস্তানের বিস্ময়কর লেগ স্পিনার রাশিদ খান।
দেখুন ব্রাভোর গাওয়া ‘এশিয়া’ শিরোনামের নতুন সেই গানটিঃ
Everyone knows I spend half my time in Asia. Close to my heart. Love you all
Geplaatst door Dwayne Bravo op Vrijdag 8 februari 2019
প্রসঙ্গত, গত শুক্রবার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে গানটি পোস্ট করে ব্রাভো লিখেছেন, সবাই জানেন আমি আমার অর্ধেক সময় এশিয়ায় কাটিয়েছি। এশিয়া আমার হৃদয়ের খুব কাছাকাছি। সবার জন্য ভালোবাসা।